উত্তরপ্রদেশে মাটির নিচে ধসে চাপা! এই ভয়ানক দুর্ঘটনায় মৃত চার আরও একাধিক মহিলা

কাসগঞ্জে মাটি সংগ্রহ করতে গিয়ে ধসের তলায় চাপা পড়েছে একাধিক মানুষ। এই দুর্ঘটনায় প্রায় চারজন মহিলার মৃত্যু হয়েছে। তার পাশাপাশি আরো মানুষজন মাটির তলায় চাপা পড়েছে।

উত্তরপ্রদেশে মাটির নিচে ধসে চাপা! এই ভয়ানক দুর্ঘটনায় মৃত চার আরও একাধিক মহিলা

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১২নভেম্বর: কাসগঞ্জে মাটি সংগ্রহ করতে গিয়ে ধসের তলায় চাপা পড়েছে একাধিক মানুষ। এই দুর্ঘটনায় প্রায় চারজন মহিলার মৃত্যু হয়েছে। তার পাশাপাশি আরো মানুষজন মাটির তলায় চাপা পড়েছে। ওই জায়গা থেকে পাঁচজনকে উদ্ধার করা হলো বাকিদের অবস্থা খুবই আশঙ্কাজনক। পুলিশ খবর পেয়ে উদ্ধারকারীর দলদের পাঠায়। তারা অতি দ্রুতগতিতে শুরু করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দেওথান পর্ব বলে তাদের একটি উৎসব আছে, এখানে বাড়ির মহিলাদের উনুন ও বাড়ি রং করার প্রচলন আছে। তার জন্যই মঙ্গলবার সকাল ছটা নাগাদ মাটি সংগ্রহ করতে কতোয়ালি সদর এলাকার মোহনপুর গ্রামে গিয়েছিলেন মহিলারা। তারা মাটির তোলার সময় হঠাৎ করে ধসের নিচে চাপা পড়ে গেল এক ডজন মহিলা সহ আরও শিশুরা। ওই ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করা হয় তবে চারজনের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে। বুলডোজার দিয়ে মাটি সরানোর কাজ শুরু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দ্রুত উদ্ধারকাজ চালানোর ও মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর।