এবার নাকি পুজোতে ২ সপ্তাহ ব্যাংক বন্ধ! সমস্যা এড়াতে তাড়াতাড়ি মিটিয়ে নিন এই কাজগুলো

পুজোর বাকি আর মাত্র দু সপ্তাহ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা অক্টোবর শুরুতেই। দুর্গাপুজোর সেই তিনদিন ছাড়াও রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজোর চেনা ছুটি। অন্যদিকে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী।

এবার নাকি পুজোতে ২ সপ্তাহ ব্যাংক বন্ধ! সমস্যা এড়াতে তাড়াতাড়ি মিটিয়ে নিন এই কাজগুলো

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৩০ শে সেপ্টেম্বর: পুজোর বাকি আর মাত্র দু সপ্তাহ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা অক্টোবর শুরুতেই। দুর্গাপুজোর সেই তিনদিন ছাড়াও রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজোর চেনা ছুটি। অন্যদিকে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। এছাড়াও রবি ও শনিবারের ছুটি (মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহ) তো আছেই। সব মিলিয়ে উৎসবের মরশুমে সবচেয়ে বড় প্রশ্ন, পুজোর মাসে কদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

আরবিআইয়ের ছুটির তালিকা বলছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে অক্টোবর মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে যেমন রয়েছে উৎসব ও জাতীয় ছুটির দিনগুলি, তেমনই আছে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার। উৎসবের ক্ষেত্রে অবশ্যই রাজ্যভেদে ছুটিতে তারতম্য রয়েছে।

১০ অক্টোবর, বৃহস্পতিবার সপ্তমীর দিনে কলকাতায় খুলবে না কোনও ব্যাঙ্কের শাখা। একই দিনে আগরতলা, গুয়াহাটি ও কোহিমার ব্যাঙ্ককর্মীরাও ছুটি পাবেন। ১১ অক্টোবর, শুক্রবার মহাষ্টমী ও নবমীর দিন কলকাতা ও আগরতলা ছাড়াও বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই , গ্যাংটক ও রাঁচিতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক। একই ভাবে ১১ অক্টোবর পুজো উপলক্ষে ছুটি পাবেন গ্যাংটকের ব্যাঙ্ককর্মীরা। এর পর ১৬ অক্টোবর, বুধবার কোজাগরী লক্ষ্মীপুজোর ছুটিতে বন্ধ থাকবে কলকাতা ও আগরতলার সমস্ত ব্যাঙ্ক। এর পর ৩১ অক্টোবর দিওয়ালি/কালীপুজোর ছুটি।

এর বাইরে ৬, ১৩, ২০ ও ২৭ অক্টোবর রবিবার হওয়ায় এবং ১২ ও ২৬ অক্টোবর দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ছুটির দিনগুলিতে অবশ্য খোলা থাকবে এটিএম। অতএব, উৎসব উদযাপনে অর্থের অভাব হবে না। এছাড়াও ৩ অক্টোবর নবরাত্রিতে শুধুমাত্র জয়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৭ অক্টোবর মহর্ষি বাল্মীকি জয়ন্তী ও কাটি বিহুর কারণে বেঙ্গালুরু, গুয়াহাটি ও সিমলার ব্যাঙ্ককর্মীরা ছুটি ভোগ করবেন। সব মিলিয়ে গোটা দেশে অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন।