ভগ্নিপতির প্রেমে পড়লেন জামাই, তারপর.....?
সম্প্রতি মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় এক মহিলার অপকর্মের ঘটনা সামনে এসেছে। কাহিনী হল সে তার শ্যালকের প্রেমে পড়েছে। দুজনে মিলে এমন কাণ্ড ঘটান যে, ওই মহিলার স্বামী অভিযোগ নিয়ে এসপি অফিসে পৌঁছান। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি এসপিকে অনুরোধ করেছেন। চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনা।
আজ এখন ডেস্ক,পুস্পিতা বড়াল, 30 সেপ্টেম্বর : সম্প্রতি মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। এক যুবক তার ভাইয়ের বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ দায়ের করেছেন যে, তিনি তার স্ত্রীর সাথে পালিয়ে গেছেন। স্ত্রীকে ফিরে পেতে এসপির কাছে আবেদন জানিয়েছেন ওই যুবক।
প্রকৃতপক্ষে, পুর ছতরপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় বসবাসকারী পুরান কুশওয়াহা তার ছোট ভাই মনুর বিরুদ্ধে তার স্ত্রী পুনম কুশওয়াহাকে সোনা-রূপার গয়না, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। গত 10 দিন ধরে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তুলেছেন ওই যুবক। পরিবারের সদস্যদের নিয়ে এসপি অফিসে পৌঁছেছিলেন তিনি। তার স্ত্রীকে খুঁজে বের করে এনে তার ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আবেদন করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুজনের রিল
সেই ভুক্তভোগী যুবক পুরান জানান, তার স্ত্রী তার ছোট ভাইকে নিয়ে পালিয়ে যাওয়ার পর তারা দুজনেই অশ্লীল ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিল। পুলিশ এখনো দুজনকে খুঁজে পায়নি বা কোনো ব্যবস্থা নেয়নি। এ ক্ষেত্রে ছতরপুর পুলিশ বলছে, আবেদনপত্র পাওয়া গেছে। কোতোয়ালি পুলিশের সঙ্গে কথা চলছে।
স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন স্বামী
আপনাদের জানিয়ে রাখি, রবিবার মহাসড়কের মাঝখানে এক স্ত্রী তার স্বামীকে অন্য এক মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। এরপর মাঝ রাস্তায় তোলপাড় করেন স্ত্রী। এরপর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।