লাইনচ্যুত মালবাহী ট্রেন! দুর্ঘটনাস্থল খতিয়ে দেখলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার
গত মঙ্গলবার সাত সকালে নিউ ময়নাগুড়ি স্টেশন ঢোকার মুহূর্তে লাইনচ্যুত হয়ে পড়ে একটি মালবাহী ট্রেন। উল্টে যায় ট্রেনের পিছনে থাকা পাঁচটি বগি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে ছিলেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২৫সেপ্টেমর: গত মঙ্গলবার সাত সকালে নিউ ময়নাগুড়ি স্টেশন ঢোকার মুহূর্তে লাইনচ্যুত হয়ে পড়ে একটি মালবাহী ট্রেন। উল্টে যায় ট্রেনের পিছনে থাকা পাঁচটি বগি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম।
বুধবার সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। এদিন তিনি নিউ ময়নাগুড়ি স্টেশনে আসেন। এরপর দুর্ঘটনা স্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখেন। পাশাপাশি নিউ ময়নাগুড়ি স্টেশনের যাবতীয় কাজকর্ম থেকে শুরু করে কর্মীদের সাথে কথা বলেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,"আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আমি এটা গ্যারান্টি দিতে পারি যে কারণে এখানে দুর্ঘটনাটি ঘটেছে তার পুনরাবৃত্তি এখানে আর হবে না।"
এছাড়াও তিনি আরো বলেন, "রেল পরিষেবার সাথে সকল স্তরের মানুষ যুক্ত রয়েছেন। কিছুদিন আগে আলিপুরদুয়ার ডিভিশনের নাগরাকাটা এলাকায় রেল লাইনের উপরে কিছু জিনিস রাখা হয়েছিল। চালকের তৎপরতায় ট্রেন থামিয়ে দেওয়া হয়। প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে সেই লোককে আটক করেছেন। সকল মানুষকেও সচেতন হতে হবে। সংবাদ মাধ্যমের সাহায্যে সকলকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছি। কোথাও যদি রেললাইনের উপরে কোন কিছু থাকে তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন, না হলে ১৯৩ এ জানান। আমরা দ্রুত তার ব্যবস্থা গ্রহণ করব।"