Abhijit Gangopadhyay:'ফেক ভিডিয়ো' বাজারে ছাড়া হবে!' বিস্ফোরক দাবি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, তাঁর কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে এই বিষয়ে। লোকসভা নির্বাচনে এবার বাংলার অন্যতম চর্চিত আসন তমলুক। বিজেপির টিকিটে সেই আসনেই ভোটে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য ‘সন্দেশখালি নিয়ে যেমন জাল ভিডিয়ো তৈরি করা হয়েছে, সেরকম জাল ভিডিয়ো কাঁথি ও তমলুকের প্রার্থীদের সম্পর্কে তৈরি করা হচ্ছে।'
চিরশ্রী দাস, কলকাতা: ‘আমার বিরুদ্ধে ফেক ভিডিয়ো তৈরি হচ্ছে, শীঘ্রই বাজারে ছাড়া হবে,' এই বলে সন্দেহ প্রকাশ করছেন প্রাক্তন বিচারপতি এবং তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতির সন্দেহ শুধু তাঁকে নিয়েই নয়, কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে নিয়েও প্রকাশ হতে পারে জাল ভিডিয়ো। সাংবাদিক বৈঠক ডেকে বিস্ফোরক দাবি তমলুকের বিজেপি প্রার্থীর।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, তাঁর কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে এই বিষয়ে। লোকসভা নির্বাচনে এবার বাংলার অন্যতম চর্চিত আসন তমলুক। বিজেপির টিকিটে সেই আসনেই ভোটে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য ‘সন্দেশখালি নিয়ে যেমন জাল ভিডিয়ো তৈরি করা হয়েছে, সেরকম জাল ভিডিয়ো কাঁথি ও তমলুকের প্রার্থীদের সম্পর্কে তৈরি করা হচ্ছে।' সম্ভবত মানুষকে বিভ্রান্ত করার জন্যেই খুব শীঘ্রই বাজারে ছাড়া হবে সেই সব ফেক ভিডিয়ো।এই সন্দেহের কথা আগাম জানিয়ে প্রাক্তন বিচারপতির সাধারণ মানুষের উদ্দেশে বার্তা, এই ভিডিয়ো প্রকাশ্যে এলে কেউ যেন এটিতে গুরুত্ব না দেন।
উল্লেখ্য, আগামী ২৫ মে, ষষ্ঠ দফায় ভোট রয়েছে তমলুকে। সেদিনই আবার ভোট রয়েছে কাঁথিতেও। ভোটের আগেই তমলুকের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন বিচারপতির এমন সংশয়বার্তায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে। তমলুকের বিজেপি প্রার্থীর বক্তব্য, যদি এই ভিডিয়ো দেখার পর কারওর মনে বিন্দুমাত্র কোনও সংশয় থাকে, তাহলে সে বিষয়ে যেন তাঁকে জিজ্ঞেস করা হয়।