ঘরে ফিরেছেন রামলালা'! মোদির দীপাবলি পালনে বিশেষ প্রস্তুতি অযোধ্যায়
আজ প্রায় 500 বছর পর ঘরে ফিরলেন রামলালা। তিনি প্রত্যাবর্তনের পর রাম মন্দিরে প্রথম দীপাবলি পালন করলেন। তার জন্য এইবারের আনন্দটা ও আলোর উৎসব স্পেশাল সবার কাছে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৯ অক্টোবর: আজ প্রায় 500 বছর পর ঘরে ফিরলেন রামলালা। তিনি প্রত্যাবর্তনের পর রাম মন্দিরে প্রথম দীপাবলি পালন করলেন। তার জন্য এইবারের আনন্দটা ও আলোর উৎসব স্পেশাল সবার কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাবলীর আগেই শুভেচ্ছা জানাতে গিয়ে এই কথা বললেন। মঙ্গলবার রোজগার মেলায় বক্তৃতা দিতে গিয়ে শুভেচ্ছা জানান তিনি।
গোটা দেশ এই বছরের জানুয়ারি মাসে এক ঐতিহাসিক মুহূর্তের শাস্তি ছিল। রামলালের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে রাম জন্মভূমি অযোধ্যায়। তাই এই প্রথমবার দীপাবলির উৎসবে অযোধ্যাবাসীরা আনন্দ সহকারে মেতে উঠবে। তার প্রস্তুতি ইতিমধ্যে গোটা শহরে শুরু হয়ে গিয়েছে। সারা শহরে তারা ২৫ লক্ষ্যেরও বেশি জ্বালানো হবে। জানা গিয়েছে আর রামলাল এবার এক বিশেষ ধরনের পোশাক করে সাজাবেন দীপাবলি উদযাপনে। এবং তার পোশাক ও তাকে সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রা।
মঙ্গলবার রোজগার মেলায় ভিডিও কনফারেন্সে বক্তৃতা দেওয়ার পাশাপাশি ৫১ হাজার চাকরিপ্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন তিনি। উৎসবের আবহে নতুন চাকরিপ্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, রোজগার মেলা থেকে প্রত্যেক বছরই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন মোদি।