Raj Bhavan: কী রয়েছে রাজভবনের CCTV ফুটেজে! কেন দেখবেন একশোজন
রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই জানা যায় যে, এক বিশেষ কর্মসূচির মাধ্যমে সেই ফুটেজ দেখানো হবে। এই কর্মসূচির নামকরণ হয়েছে ‘সাচ কে সামনে’। প্রথম একশোজনকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজভবনে দেখানো হবে ওই সিসিটিভি ফুটেজ।
খুশি পাঠক, কলকাতা : নিজের ওপর আসা সব অভিযোগ অস্বীকার করে মাননীয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, কোনও রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজ করেছেন কেউ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, রাজভবনে কোনও দিদিগিরি সহ্য করবেন না।
সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগও দায়ের করেন তিনি। সেই অভিযোগ সামনে আসার পর থেকেই নতুন করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কটাক্ষ করছে তৃণমূল। সেই সময়কার সিসিটিভি ফুটেজের ভিডিয়ো কলকাতা পুলিশের তরফে চেয়ে পাঠানো হয়েছিল রাজভবনের কাছে। এক বড় সিদ্ধান্ত নিয়ে রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার যে-কোনও সাধারণ মানুষ ওই ফুটেজ দেখতে পারবেন। রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই জানা যায় যে, এক বিশেষ কর্মসূচির মাধ্যমে সেই ফুটেজ দেখানো হবে। এই কর্মসূচির নামকরণ হয়েছে ‘সাচ কে সামনে’।
প্রথম একশোজনকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজভবনে দেখানো হবে ওই সিসিটিভি ফুটেজ। বাকি যাঁরা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চান তাঁদের জন্য দু'টি ইমেইল আইডি এবং একটি নম্বর দিয়েছে রাজভবন। সেগুলি হল: adcrajbhavankolkata@gmail.com এবং governor-wb@nic.in আর ০৩৩-২২০০১৬৪১। প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষভাবে নোটিসে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের কোনও সদস্য ওই ফুটেজ দেখতে পারবেন না।