ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু সুজাতা মণ্ডলের
ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু সুজাতা মণ্ডলের
২০২৪ সালের লোকসভা ভোট শিয়রে। তাই প্রবল দাবদাহ উপেক্ষা করেই জোরকদমে ভোটের প্রচার চালাতে ব্যস্ত সব দলই। এর মধ্যেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল শনিবার পুজো দিলেন মল্ল রাজাদের ঐতিহ্যবাহী ষাঁড়েশ্বর মন্দিরে। ষাঁড়েশ্বরের পবিত্র জলে স্নানও করেন তিনি।
১০০০ বছরেরও অধিক সময় ধরে হয়ে আসা মল্ল রাজাদের ঐতিহ্যবাহী ষাঁড়েশ্বর মন্দিরে গাজন উৎসব শুরু হয়েছে। আজ রয়েছে গাজন। সকাল থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের। এদিন সকালেই ষাঁড়েশ্বর মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন সুজাতা। এরপর ষাঁড়েশ্বরের পবিত্র জলে স্নান সেরে মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন তৃণমূল প্রার্থী। পাশাপশি ভক্তদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জনসংযোগও সারতে দেখা যায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে।