বিজেপির দুই কর্মীকে গ্রেফতার পুলিশের! অসভ্যতার অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলরের মেয়ের বিরুদ্ধে!
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিজেপির কাউন্সিল মেয়রের অশালীন আচরণ। রবিবার রাতে তৃণমূল বিধায়কের গাড়িকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। এবং গোটা উত্তর ২৪ পরগনা বসিরহাটের টাকিতে বিশাল শোরগোল পড়ে গেছে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৫ ই অক্টোবর: সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিজেপির কাউন্সিল মেয়রের অশালীন আচরণ। রবিবার রাতে তৃণমূল বিধায়কের গাড়িকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। এবং গোটা উত্তর ২৪ পরগনা বসিরহাটের টাকিতে বিশাল শোরগোল পড়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিসর্জনের দিন অর্থাৎ রবিবার রাতে টাকির ইছামতিতে তৃণমূল বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দোপাধ্যায় ভাসানে গিয়েছিলেন। এবং বিসর্জনের শেষে তিনি নিরাপত্তা কারীদের কাছে ফিরেছিলেন। তার বাড়ির লোক এবং মেয়ের সহ সবাই তখন তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন এবং সঙ্গে ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল। এবং তারা বাড়ি ফেরার সময় বিধায়কের গাড়ি সেখানে পৌঁছাতে সমস্যা তৈরি হয়। বাড়িতে কি নিয়ে তিনি পাশ কাটি আসার সময় সেই মুহূর্তেই আটকে যায়। এবং তখনই বিজেপির ওই কর্মীদের সাথে বিধায়কের গাড়ির চালকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। বিধায়কের অভিযোগ জানিয়েছেন যে, তার গায়ে হাতে তোলা হয়েছে। তারপর বিধায়কের গাড়িতে বিজেপি কাউন্সলরের মেয়ে সটান গাড়ির বনেটে চড়ে বসেন। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ার খবরটি ছড়িয়ে পড়া প্রবল অশান্তির সৃষ্টি হয়।
সোমবার রাতেই হাসনাবাদ থানায় বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিধায়ক। গ্রেপ্তার করা হয়েছে দুই বিজেপি কর্মীকে। এবিষয়ে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার সংস্কৃতি ওরা জানে না। বিজেপিকে কেন বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, আজ ফের তা প্রমাণিত।" কাউন্সিলরের স্বামী তথা বিজেপি নেতা অরবিন্দ মণ্ডল বলেন, "হাসনাবাদে বিজয়া সেরে যখন আমরা ফিরছিলাম। সেই সময় বিধায়কের গাড়ির চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। প্রথম দিকে ভিডিও হয়নি, শেষের দিকে ভিডিও ভাইরাল হয়েছে। মিটে গিয়েছে। বড় কোনও অশান্তি হয়নি।