গেরুয়া-লাল নয়, হাওড়া-হুগলির রং সবুজ
প্রত্যেক রাউন্ডে এগিয়ে থাকার খবর আসতে থাকায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন দলীয় কর্মীরা। রাস্তায় ফেটেছে আতসবাজি। সবুজ আবির খেলা হয়েছে। তৃণমূলের বিপুল জয়ের ছবি এদিন রাজ্যের সর্বত্রই দেখা গিয়েছে।
নিজস্ব সংবাদদাতা: ২০২১ এর বিধানসভা ভোটের পর ২০২৪ লোকসভা ভোটেও তৃণমূলের জয়জয়কার। কার্যত গেরুয়া বাহিনীকে দুরমুশ করে হাওড়া, উলুবেড়িয়া এবং শ্রীরামপুরে বিপুল জয় পেয়েছে তৃণমূল। হাওড়ায় স্বভাবতই এই বিপুল জয় আসতে থাকায় উচ্ছ্বসিত তৃণমূল শিবির। মঙ্গলবার সকাল থেকে সময় যতই এগিয়েছে ততই একে একে তৃণমূলের বিজয়রথ এগিয়েছে। প্রত্যেক রাউন্ডে এগিয়ে থাকার খবর আসতে থাকায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন দলীয় কর্মীরা। রাস্তায় ফেটেছে আতসবাজি। সবুজ আবির খেলা হয়েছে। তৃণমূলের বিপুল জয়ের ছবি এদিন রাজ্যের সর্বত্রই দেখা গিয়েছে। উল্লাসে মেতে উঠেছেন দলীয় কর্মীরা। হাওড়ার তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভোটের আগে অনেক প্রশ্ন উঠেছিল, দলীয় কো¨লে বিব্রত হতে হয়েছিল তৃণমূলকে। কিন্তু ইভিএমে তার কোনও প্রভাবই পড়েনি। একই কথা প্রযোজ্য শ্রীরামপুরে কল্যাণ ব¨্যােপাধ্যায় ও হুগলিতে রচনা ব¨্যােপাধ্যায়ের ক্ষেত্রেও। দু’জনেই জিতেছেন অনায়েসে। খুব আশা ছিল শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে নিয়ে। তাঁকে নিয়ে উত্তাল ছিল নেট দুনিয়াও। তাঁর সভা মানেই দেখা গিয়েছে উপচে পড়া ভিড়, কিন্তু ইভিএমে কোনও প্রতিফলন পড়েনি। উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ অনায়েসে জয় তুলে নিয়েছেন।