এবার ময়নাগুড়ির পথে আর জি কর কাণ্ডে প্রতিবাদে অবরোধ !
ময়নাগুড়ি তিন মন্ডলের বিজেপি কর্মী সমর্থকরা শুক্রবার ময়নাগুড়ি ব্লকের তিনটি জায়গায় পথ অবরোধে শামিল হন।আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামে বিজেপি। তাদের এই পদ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়নাগুড়ি(Mainaguri ) তিন মন্ডলের বিজেপি কর্মী সমর্থকরা শুক্রবার ময়নাগুড়ি ব্লকের তিনটি জায়গায় পথ অবরোধে(strike) শামিল হন।আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামে বিজেপি। তাদের এই পদ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিন মধ্যমন্ডলের নেতাকর্মীরা, ময়নাগুড়ির দোমহনি মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন। এই অবরোধের কারণে ময়নাগুড়ি মালবাজার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। অন্যদিকে, উত্তর মণ্ডলের কর্মীরা ময়নাগুড়ি ধুপগুড়ি ৩১ নং জাতীয় সড়কে টেকাটুলি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী(police force)। পুলিশ গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয়।
আরজিকর কাণ্ডে জড়িত দোষিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিজেপির ময়নাগুড়ি মণ্ডল কমিটি। অবরোধের জেরে জাতীয় সড়কে যানবাহন দাঁড়িয়ে পড়ে। এরপর পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যানবাহন চলাচল। বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল সরকার বলেন, আর জি কর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এবং তাদেরকে উপযুক্ত সাজা না দেওয়া হলে সেই অব্দি আন্দোলন জারি থাকবে। যেখানে মুখ্যমন্ত্রী(chief minister), স্বাস্থ্যমন্ত্রী (health minister)আর পুলিশ মন্ত্রী থাকার সত্বে আজ অব্দি দোষীদের গ্রেফতার করতে পারছে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই কারণে আজকে পথ অবরোধ। এই অবরোধের কারণে পথ চলতি মানুষরা কিছুটা ভোগান্তির শিকার হতে হয়।