সন্দীপ ঘোষের বাড়িতে ইডি রেড! উঠে এল বিস্ফোরক তথ্য
কর ( RG kar) হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আপাতত সিবিআই (CBI) হেফাজতের রয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (sandip Ghosh)। শুক্রবার সকালে সন্দীপের বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এদিন সকাল আনুমান ছয়টা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেন ইডি। অন্যদিকে শুক্রবার আরোও তিন জায়গায় হানা দেয় ইডি।
আরজি কর ( RG kar) হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আপাতত সিবিআই (CBI) হেফাজতের রয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (sandip Ghosh)। শুক্রবার সকালে সন্দীপের বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এদিন সকাল আনুমান ছয়টা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেন ইডি। অন্যদিকে শুক্রবার আরোও তিন জায়গায় হানা দেয় ইডি। সূত্রের খবর, তল্লাশি চলছে বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের বাড়িতেও। তল্লাশি চলছে সোনারপুরের সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে। গত সোমবার সন্দীপের পাশাপাশি সিবিআই গ্রেফতার করেছিল চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লবকেও। অন্যদিকে, প্রসূন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন। সন্দীপ-ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন তিনি।
আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপের বিরুদ্ধে ইসিআইআর করা হয়। টানা ১৫ দিন সিবিআইয়ের জেরার মুখোমুখি হওয়ার পর গত সোমবার সন্ধ্যায় আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন সন্দীপ। সন্দীপ, বিপ্লব ছাড়াও একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে গ্রেফতার করা হয়। আরজিকরের দুর্নীতির টাকা কোথায় কোথায় যেত সেটিও জানতে তদন্তের শিকড়ে পৌঁছাতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)।