বিপ্লব সিংয়ের বাড়িতে হানা দিল ইডি ! তবে কি আর জি কর কাণ্ডের নতুন মোড়
ইতিমধ্যে গ্রেফতার করেছে সন্দীপ ঘোষ কে সিবিআই। শুক্রবার সকালে সাতটা নাগাদ হাওড়ার সাঁকরাইল বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিংয়ের এবং বাড়িতে হানা দিল ইডি। উল্লেখ্য আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই।
ইতিমধ্যে গ্রেফতার করেছে সন্দীপ ঘোষ(Sandeep Ghosh) কে সিবিআই(CBI)। শুক্রবার সকালে সাতটা নাগাদ হাওড়ার সাঁকরাইল বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিংয়ের এবং বাড়িতে হানা দিল ইডি। উল্লেখ্য আর জি কর হাসপাতালের(RG kor hospital)প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই।
পাশাপাশি বিপ্লব সিংকেও ক্গ্রেফতার করেছে তবে পুনরায় তার বাড়িতে তদন্তে নামলেন ইডি কি কারণে সেটা এখন দেখার।জানা গিয়েছে ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ।
বাসুদেবপুরে ব্যবসায়ী বিপ্লব সিং এর বাড়িতে হানা দেয়। । মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আরজিকর হাসপাতালে মেডিকেল ইন্সট্রুমেন্ট সাপ্লাই করত। আরজিকল মেডিকেল কলেজে ইন্সট্রুমেন্ট সাপ্লাই এর ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় ইডি তদন্তে নেমেছে। পাশাপাশি সাঁকরাইল এ কৌশিক কলের বাড়িতেও ইডি হানা দিল। প্রাথমিকভাবে জানা গেছে বিপ্লব সিং এর সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে এবং মা তারা ট্রেডার্স এর সঙ্গেও যুক্ত তাই তার বাড়িতেও ইডি হানা।