দুঃসাহসিক ডাকাতির ঘটনায় 6 জন ডাকাত কে গ্রেফতার করল পুলিশ!

এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার জানান, এই ডাকাতির পেছনে ওই গৃহস্থ বাড়ির পরিবারের এলাকারই মানুষেরা যুক্ত ছিলেন

দুঃসাহসিক ডাকাতির ঘটনায় 6 জন ডাকাত কে গ্রেফতার করল পুলিশ!

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল: ফের বড়োসড়ো সাফল্য রানাঘাট (ranaghat) পুলিশ জেলার। নদীয়ার ফুলিয়ায় গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ১ মাসের মধ্যে তদন্ত করে ৬ জন ডাকাতকে গ্রেফতার করে শান্তিপুর (shantipur) থানার পুলিশ। নির্দিষ্ট প্রমানের ভিত্তিতে একমাস ধরে তদন্ত করে এবং পুলিশের সোর্স কাজে লাগিয়ে এই ৬ জন ডাকাতকে গ্রেফতার করে। এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার জানান, এই ডাকাতির পেছনে ওই গৃহস্থ বাড়ির পরিবারের এলাকারই মানুষেরা যুক্ত ছিলেন। তবে তথ্য প্রমান জোগাড় এবং তদন্ত করতে অনেকটাই বেগ পেতে হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। 

পুলিশ সূত্রে খবর ধৃত ৬ ডাকাতের নাম চায়না আলী,নৌসাদ আলী,সোয়েল খান,বিশ্বজিৎ বিশ্বাস,বিষ্ণু বসাক,সুরজিৎ সরকার। এদের মধ্যে চায়না আলীর বাড়ি রানাঘাটে, নৌসাদ আলী এবং সোয়েল খানের বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়, বাকি তিনজনের বাড়ি ফুলিয়া এলাকায়। তবে পুলিশ সূত্রে খবর, এই ডাকাতির ঘটনায় মূল চক্রান্তকারী বিশ্বজিৎ বিশ্বাস। সেই এই কর্মকান্ড ঘটিয়েছে। তবে ধৃতরা প্রত্যেকেই ডাকাতির ঘটনায় নিজেদের যুক্ত থাকার কথা শিকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে প্রত্যেককে আজ রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।