আর জি কর প্রতিবাদের নতুন কায়দা !রাত জাগা ও রঙ তুলিতে রাজ্যসড়কে বসে রাতের দখল
এবার গভীর রাতে অভিনব কায়দায় আর জি কর ঘটনার প্রতিবাদ ডোমকল শহরে। রাত জেগে আর জি কর কান্ডের ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্য সড়কে বসে রঙতুলি দিয়ে সাতরঙ্গে রাঙ্গিয়ে দিলেন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা।
এবার গভীর রাতে অভিনব কায়দায় আর জি কর(RG kar) ঘটনার প্রতিবাদ ডোমকল শহরে। রাত জেগে আর জি কর কান্ডের ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্য সড়কে বসে রঙতুলি দিয়ে সাতরঙ্গে রাঙ্গিয়ে দিলেন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা(students)। তাদের দাবি আরজিকর কান্ডে দোষীদের গ্রেফতার(arrested) করে ন্যায় বিচারের ব্যাবস্থা করতে হবে। এভাবেই শুক্রবার গভীর রাতে রাত জেগে ডোমকল শহরের থানা এবং এসডিও মোড়ের রাজ্য সড়কের দখল নেয় ছাত্রসমাজ। তারা জানেন ডোমকলে বসে ছবি আঁকলেই আর জি করের বিচার(justice) পাওয়া যাবে না। তবে তারা মনে করেন ন্যায়ের দাবিতে ওঠা আওয়াজটা প্রশাসনের কাছে ঠিকি পৌছবে। এদিনের আন্দোলনকারীদের একজন সাহিনা আক্তার বলেন “ আর যেন একটা আর জি কর না ঘটে, কোথাও যেন আর কোনও মেয়ে ধর্ষিতা না হয়। সেই আওয়াজটা তোলার জন্যই আমাদের আজ রাত জাগা ও রঙ তুলিতে রাজ্যসড়কে বসে রাতের দখল নেওয়া।”