আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস! বিক্ষোভের পথে রাজার হাট বাস স্ট্যান্ড!
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল: গত 9 অগাস্ট রাজ্যের অন্যতম নামি হাসপাতাল আরজি করে(RG kar) ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষন ও খুনের শিকার হয়েছেন কর্মরতা তরুণী পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা। প্রথমে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ এবং ২৪ ঘণ্টার মধ্যে একজন সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্ত শুরু করে। দেখতে দেখতে পক্ষকাল পার হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।
বিচারের বদলে শুরু হয়েছে নোংরা রাজনীতি। অপরদিকে তৃণমূলের তরফে অভিযোগ, বিরোধী পার্টি পরিকল্পিতভাবে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তাদের একটাই লক্ষ্য ঘুরপথে এইরাজ্যে ক্ষমতা দখল করা। আরজি করের ঘটনায় বিরোধীদের কৌশল সামাল দিতে ও সিবিআইয়ের উপর চাপ বাড়াতে দলনেত্রী মমতা ব্যানার্জ্জীর নির্দেশে সমগ্র রাজ্যজুড়ে তৃণমূলের (Trinamool Congress) পক্ষ থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। সিবিআইকে (CBI) তদন্ত দ্রুত সম্পন্ন করে দোষীদের ফাঁসির দাবিতে এবার অবস্থান বিক্ষোভে সামিল হলো মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে। রাজারহাট বাস স্ট্যান্ডে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। মগরাহাট পশ্চিম ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মহিলার উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ থেকে আরজি করের নৃশংস ঘটনার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবি তোলা হয়।
পাশাপাশি বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। সমাবেশ থেকে 'উই ওয়াণ্ট জাস্টিস'-এর পাশাপাশি মুহুর্মুহু 'সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর' ধ্বনি ওঠে। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রায় দু'ঘণ্টা ব্যাপী এই অবস্থান বিক্ষোভ চলে এখানে। এই অবস্থান বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, মুজিবর রহমান মোল্লা অধ্যক্ষ দ :২৪ পরগনা জেলা পরিষদ, সুন্দরবন সাংগঠনিক জেলার সভানেত্রী চন্দ্রিমা হাজারী,ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মণ্ডল,জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি,যুব কার্যকরী সভাপতি নাজমুল দপ্তরী,জেলা পরিষদের সদস্যা সঙ্গীতা হালদার, শিরাকল পঞ্চায়েত প্রধান আব্দুল রহিম মোল্লা,অঞ্চল সভাপতি তরুণ কুমার নস্কর সহ মগরাহাট পশ্চিম ব্লকের সকল নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থক সহ প্রধান ও উপ-প্রধানরা। শিরাকল পঞ্চায়েত প্রধান আব্দুল রহিম মোল্লা ও অঞ্চল সভাপতি তরুণ কুমার নস্কর মূলত তাদের ব্যবস্থাপনায় এবং মগরাহাট পশ্চিম বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশটি হয়।