শিলিগুড়ি মহকুমার পাহাড় গুমিয়া এলাকায় ঢুকে পড়ল একটি বাইসন,ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত পাহাড় গুমিয়া এলাকায় ঢুকে পড়ল একটি বাইসন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত পাহাড় গুমিয়া এলাকায় ঢুকে পড়ল একটি বাইসন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
খবর সূত্রে জানা গিয়েছে এদিন বাগডোগরা(bagdogra) সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি বাইসন পাহাড়গুমিয়া এলাকায় ঢুকে পড়ে। এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এবং তড়িঘড়ি খবর দেন বনদপ্তরকে। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান বাগডোগরা রেঞ্জ, নকশালবাড়ির টুকুরিয়াঝাড় রেঞ্জ, ঘোষপুকুর রেঞ্জ সহ বনদপ্তরের উচ্চ আধিকারিকরা। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে বনকর্মীরা। এর পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করা হয়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বাগডোগরা বনাঞ্চল থেকে একটি বাইসন পাহাড় গুমিয়া এলাকায় ঢুকে পড়ে। ইতিমধ্যে গোটা এলাকায় বনকর্মীরা মোতায়েন রয়েছে। এবং বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বাইসনের খবর ছড়িয়ে পড়তেই বাইসন দেখতে ভিড় জমান সাধারণ মানুষ যার কারণে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয় বনকর্মীদের।