'ডেটে যাওয়ার জন্য আমায় ভাড়া নাও'! পোস্ট, এক ভারতীয় তরুণীর
১,৫০০ টাকা থেকে শুরু। ধরন হিসেবে ১০,০০০ টাকা পর্যন্ত দর নির্দিষ্ট করা আছে। এছাড়া যদি অন্য কোনও চাহিদা থাকে, তাহলে আলাদা দর দিতে হবে। পুরুষদের ডেটে যাওয়ার আহ্বান জানিয়ে এভাবেই নিজের দর ঠিক করে দিয়েছেন এক তরুণী। তিনি নিজেকে ভাড়া দিতে চাইছেন। যে পুরুষদের প্রেমিকা বা স্ত্রী নেই, যাঁরা একাকিত্বে ভোগেন, তাঁদের আনন্দ দিতে চান এই তরুণী।
জাপানে এক অনন্য প্রথার প্রচলনের কথা হয়তো অনেকেই শুনে থাকবেন। কিন্তু কী সেই অনন্য প্রথা। শুনে হয়তো অনেকেই অবাক হবেন। জাপানে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রেমিক অথবা প্রেমিকা ভাড়া করা যায়। কিন্তু এহেন ভাড়ার সম্পর্কের প্রচলন রয়েছে সেই দেশে। আর সবথেকে বড় কথা হল, খাঁটি প্রেমের সম্পর্কের মতোই হয় ভাড়ার সম্পর্ক। অর্থাৎ প্রেমিক-প্রেমিকারা যেমন ডেটে যান, একে অপরের সঙ্গ উপভোগ করেন, ঠিক তেমনই জাপানে ভাড়া করা সঙ্গীর সঙ্গেও এমনটাই করার চল রয়েছে বোলে জানা গিয়েছে। তবে জাপানে এই পরিষেবা অত্যন্ত সাধারণ বিষয় হলেও, ভারতে এখনও পর্যন্ত এই ধরনের কোনও ধারনা জন্মই নেয়নি। তাই সম্প্রতি এক মহিলার এমনই এক পরিষেবার বিষয়ের আবেদনে কেঁপে গিয়েছে গোটা নেট দুনিয়া।
১,৫০০ টাকা থেকে শুরু। ধরন হিসেবে ১০,০০০ টাকা পর্যন্ত দর নির্দিষ্ট করা আছে। এছাড়া যদি অন্য কোনও চাহিদা থাকে, তাহলে আলাদা দর দিতে হবে। পুরুষদের ডেটে যাওয়ার আহ্বান জানিয়ে এভাবেই নিজের দর ঠিক করে দিয়েছেন এক তরুণী। তিনি নিজেকে ভাড়া দিতে চাইছেন। যে পুরুষদের প্রেমিকা বা স্ত্রী নেই, যাঁরা একাকিত্বে ভোগেন, তাঁদের আনন্দ দিতে চান এই তরুণী।
যদিও তরুণীর আসল নাম বা পরিচয় কিছুই জানা যায়নি। ইনস্টাগ্রামের দুনিয়ায় তাঁর পরিচয়, @divya_giri__। এই তরুণী তাঁর ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন। রিলে দেখা যাচ্ছে, শৌচাগারের আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। সঙ্গে লেখা আছে, ‘তুমি কি সিঙ্গল? ডেটে যেতে চাও? ডেটে যাওয়ার জন্য আমায় ভাড়া নাও!!’ তারপরে তিনি বিভিন্ন ধরণের ডেটের ভাড়া জানিয়েছেন।১,৫০০ টাকা থেকে শুরু। ধরন হিসেবে ১০,০০০ টাকা পর্যন্ত দর নির্দিষ্ট করা আছে। ‘চিল কফি ডেট’-এ যাওয়ার খরচ, ১৫০০ টাকা। ‘নর্মাল ডেট (নৈশভোজ এবং সিনেমা দেখা)’-এর খরচ, ২০০০ টাকা। ‘বাইক ডেট’-এর জন্য তরুণীকে ভাড়া নিলে, দিতে হবে ৪০০০ টাকা। আর যদি তাঁর সঙ্গে ডেট-এর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয়, তার জন্য খসাতে হবে ৬০০০ টাকা। তবে এখানেই শেষ নয়। ‘এক্সক্লুসিভ অ্যাড অন’ হিসেবে আরও কিছু পরিষেবাও আছে। এর মধ্যে আছে হাইকিং বা কায়াকিং-এর মতো ‘অ্যাডভেঞ্চার ডে’ কাটানোর সুযোগ, যার ভাড়া ৫০০০ টাকা। বাড়িতে একসঙ্গে রান্না করতে চাইলে ভাড়া দিতে হবে ৩৫০০ টাকা। তরুণীকে সঙ্গে নিয়ে শপিং করতে যেতে চাইলে দিতে হবে ৪৫০০ টাকা। আর সপ্তাহান্তে দুদিনের জন্য একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার জন্য, তরুণীকে ভাড়া করতে চাইলে দিতে হবে ১০,০০০ টাকা।
স্বাভাবিকভাবেই নেটদুনিয়ার চর্চার বিষয়হয়ে উঠেছে এই ইনস্টা পোস্টটি।অনেকেই এই তরুণীর সঙ্গে ডেটে যেতে চাইছেন। আবার কেউ বলছেন, ‘এগুলো সবই আসলে প্রতারণার ফাঁদ।’ আবার আর একজন বলেন, ‘এটা মধুচক্র। তাই এর থেকে দূরে থাকুন। একবার এতে পা দিলেই লক্ষ লক্ষ টাকা খোওয়া যাবে। তাই সতর্ক থাকুন।’ অন্য এক নেটাগরিকের মন্তব্য, “যখন চাকরির সুযোগ নষ্ট হয়ে যেতে থাকে, তখন এই ধরনের অনন্য নতুন স্টার্ট-আপের আইডিয়ার উদ্রেক হয়।‘ সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বিখ্যাত হয়ে গিয়েছেন এই তরুণী।