তাপপ্রবাহের জেরে মৃত ৫৪
চলতি মরসুমে গরম এবং তাপপ্রবাহের জেরে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আর এর মধ্যেই উত্তর ভারতে ধুলোঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ভারতীয় মৌসম ভবন সূত্রে খবর, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির উপর দিয়ে ধুলোঝড় বইতে পারে। উত্তরপ্রদেশে ৩১ মে থেকে ১ জুন ধুলোঝড়ের পূর্বাভাস রয়েছে।
ভারতের তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে কেরলে। কিন্তু, অসহ্য গরমে ঝলসে যাচ্ছে দেশের অধিকাংশ রাজ্য। চলতি মরসুমে গরম এবং তাপপ্রবাহের জেরে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আর এর মধ্যেই উত্তর ভারতে ধুলোঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
ভারতীয় মৌসম ভবন সূত্রে খবর, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির উপর দিয়ে ধুলোঝড় বইতে পারে। উত্তরপ্রদেশে ৩১ মে থেকে ১ জুন ধুলোঝড়ের পূর্বাভাস রয়েছে। ধুলোঝড় হলেও বৃষ্টিতে ভিজবে কবে, তা নিয়ে চিন্তায় দিল্লি-সহ উত্তর এবং উত্তর-পশ্চিম ভারত। তবে শুধু দিল্লি নয়, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মানুষ গরমে অতিষ্ঠ। কোথাও কোথাও তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। তীব্র গরমে হিট স্ট্রোকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বিহারে। বাংলার প্রতিবেশী রাজ্যে গরমে মৃত্যু হয়েছে ৩২ জনের। ওড়িশায় ১০ জন, ঝাড়খণ্ড এবং রাজস্থানে পাঁচ জন করে মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের সুলতানপুরে এক জনের মৃত্যুর খবর মিলেছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি আপাতত চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। তবে সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।
শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যের ন’টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর পর ৪ জুন রয়েছে ভোটগণনা। এই দু’দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে।
দিল্লির পর এবার ভয়ঙ্কর পরিস্থিতি বিহারে। গত ৪৮ ঘণ্টায় বিহারে গরমে মৃত্যু হয়েছে ১৮ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। তাঁদের মধ্যে রয়েছেন ১০ জন ভোট কর্মী। শুক্রবার এই পরিসংখ্যান দিয়েছে প্রশাসন। রাজ্যের আপৎকালীন বিভাগ জানিয়েছে, গরমে মৃত ১৮ জনের মধ্যে ১১ জনই রোহতাস জেলার। ছ’জন ভোজপুর জেলার ও এক জন বক্সারের।