Chinar park: চিনার পার্কের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড
Chinar park: চিনার পার্কের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। চিনার পার্কের কাছে কৈখালির দশদ্রোণ এলাকায় একটি বহুতলের চারতলায় আগুন। জানা যায়, চার তলায় একটি গেঞ্জি কারখানা ছিল।সেই গেঞ্জি কারখানাতেই ভয়াবহ আগুন লাগে আজ সকালে। ঘটনাস্থলে চারটি ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ঘন্টাখানেক কেটে গেলেও এখনো তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই সূত্রের খবর। অনুমান করা হচ্ছে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল বলেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।