বিজেপির নেত্রী কে অপমান ফিরহাদের! কড়া শাস্তি চাইলেন শুভেন্দু
ফিরহাদ হাকিম বসিরহাটের লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রকে অতি কুরুচিকর ভাষায় অপমান করেন বলে অভিযোগ। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর দাবি, হাড়ো আয় উপনির্বাচনের প্রচারে যাওয়ার সময় রেখা পাত্রকে ফিরহাদ হাকিম অতি খারাপ ভাষায় তাকে আক্রমণ করেছেন।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৭ নভেম্বর: ফিরহাদ হাকিম বসিরহাটের লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রকে অতি কুরুচিকর ভাষায় অপমান করেন বলে অভিযোগ। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর দাবি, হাড়ো আয় উপনির্বাচনের প্রচারে যাওয়ার সময় রেখা পাত্রকে ফিরহাদ হাকিম অতি খারাপ ভাষায় তাকে আক্রমণ করেছেন। এবং তার সঙ্গে প্রধানমন্ত্রীকেও তিনি ছাড়েন নি অপমান করতে। তাঁর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শুভেন্দু।
কলকাতা মেয়র তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম বুধবার হাড়োয়ায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের বিরোধিতার ভাব নিয়ে চাঁচাছোলা ভাষায় সমর্থনে দলীয় জনসভায় বক্তব্য রাখেন। তিনি আরো বলেন,‘‘বিজেপি সারা দেশের কাছে নারী নির্যাতন নিয়ে মিথ্যা প্রচার করছে। তারা সন্দেশখালি নারীদেরও অসম্মান করেছে। সেখানে আমার এক বন্ধু থাকে। তার বিয়ে ঠিক হয়েছিল ক্যানিং। বিজেপির লোকেরা তাকে এতটাই কালিমালিপ্ত করেছে যে, ক্যানিংয়ের লোকেরা অপবিত্র বলে দাবি করেন। কোন ছেলের বাড়ির লোক এইসব কথা শুনে বিয়ে ভেঙে দেয়। এবং তার বাবা খুবই খারাপ ভাবে ভেঙে পড়েছে। বসিরহাটের যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরো মাল। কয়েক লক্ষ ভোটে হেরে গেল। তারপরে কেস করল। বিজেপি কেস ছাড়া কিছু জানে না।"
ফিরহাদের এই মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, "এভাবে একজন মহিলাকে 'মাল' বলে কটাক্ষ করলে তাঁর শাস্তি হওয়া উচিত। তাছাড়া রেখা পাত্র তফসিলি জাতিভুক্ত। এই মন্তব্য গোটা তফসিলি সমাজকে আক্রমণ।" শুভেন্দুর বক্তব্য, "যে লোকটা এভাবে মহিলাকে আক্রমণ করতে পারেন, তিনি প্রধানমন্ত্রীকে অপমান করবেন সেটাই প্রত্যাশিত।" খোদ প্রধানমন্ত্রীর দপ্তর এবং জাতীয় মহিলা কমিশনকে উদ্দেশ্য করে ফিরহাদের শাস্তি দাবি করেছেন শুভেন্দু।