স্বামী-স্ত্রীর ঝগড়ায় রেলের ৩ কোটি টাকা লোকসান, জেনে নিন এই অদ্ভুত ঘটনার চমকপ্রদ কাহিনী

স্বামী-স্ত্রীর ঝগড়ার গল্প আপনি প্রায় প্রতিদিনই শুনে আসছেন। তবে এবার যা ঘটেছে, তা শুনলে চোখ কপালে উঠবে আপনার। ছত্তিশগড়ের এক মহিলার সঙ্গে স্বামীর ঝগড়া হওয়ায়, 3 কোটি টাকা ক্ষতি হয় রেলের। মহিলার স্বামী রেলওয়ের স্টেশন মাস্টার। ঠিক কি এমন ঘটেছে?

স্বামী-স্ত্রীর ঝগড়ায় রেলের ৩ কোটি টাকা লোকসান, জেনে নিন এই অদ্ভুত ঘটনার চমকপ্রদ কাহিনী

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 7 অক্টোবর: স্বামী-স্ত্রীর ঝগড়ার গল্প আপনি প্রায় প্রতিদিনই শুনে আসছেন। তবে এবার যা ঘটেছে, তা শুনলে চোখ কপালে উঠবে আপনার। ছত্তিশগড়ের এক মহিলার সঙ্গে স্বামীর ঝগড়া হওয়ায়, 3 কোটি টাকা ক্ষতি হয় রেলের। মহিলার স্বামী রেলওয়ের স্টেশন মাস্টার। ঠিক কি এমন ঘটেছে? যার জেরে এত বড় ক্ষতির সম্মুখীন হল রেলওয়ে। 

জেনে নিন পুরো বিষয়টি

আসলে ওই মহিলার স্বামী ছিলেন বিশাখাপত্তনমের স্টেশন মাস্টার। ওই মহিলা ছত্তিশগড়ের বাসিন্দা। 12 অক্টোবর 2011 তারিখে হিন্দু রীতি অনুযায়ী তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সম্পর্ক ভালো ছিল না। এই প্রসঙ্গে তার স্বামী জানিয়েছেন, ওই মহিলার অন্য কারও সঙ্গে সম্পর্ক ছিল। স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে কথা বলতেন তিনি। এই নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ চলছিল। আর এই প্রসঙ্গ নিয়েই স্টেশন মাস্টার হরফে তার স্বামী ডিউটিতে থাকার সময় ফোনে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।

ডিউটিতে থাকা স্টেশন মাস্টারের স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি চলছিল। এরই মধ্যে সেখান থেকে ট্রেনও ছেড়ে দেয়। ঝগড়া থামছে না দেখে স্বামী স্ত্রীকে বলেন, ' আমি বাড়িতে গিয়ে কথা বলব। ঠিক আছে ফোন রাখো।' অপরদিকে, দ্বিতীয় স্টেশন মাস্টার তার দ্বিতীয় বাক্যটি শুনে ভেবেছিলেন, স্টেশন মাস্টার বোধহয় ট্রেনের সিগন্যালের কথা ভেবে বলেছেন যে, সব ঠিক আছে। এরপর গ্রিন সিগন্যাল হিসেবে বিবেচনা করে নিষিদ্ধ রুটে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। এতে রেলের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ওই স্টেশন মাস্টারকে সাসপেন্ড করেছে রেল।