এবার পুজোয় দর্শনার্থীদের নজর কাড়বে ইয়ুথ ক্লাবের দুর্গোৎসব!
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। যে কারণে এই মুহূর্তে জোরকদমে পূজামণ্ডপ তৈরির কাজ চলছে সর্বত্র।আর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে যে কয়েকটি বিগ বাজেটের মধ্যে পূজা রয়েছে তারমধ্যে অন্যতম হলো ময়নাগুড়ি ইয়ুথ ক্লাবের পূজা।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৯ সেপ্টেম্বর : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। যে কারণে এই মুহূর্তে জোরকদমে পূজামণ্ডপ তৈরির কাজ চলছে সর্বত্র।আর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে যে কয়েকটি বিগ বাজেটের মধ্যে পূজা রয়েছে তারমধ্যে অন্যতম হলো ময়নাগুড়ি ইয়ুথ ক্লাবের পূজা। গত কয়েক বছর ধরে তাদের পূজামণ্ডপ দর্শনার্থীদের নজর কেড়েছে। এবারে ইয়ুথ ক্লাবের পূজা ৬৩ তম বর্ষে পড়লো। গোটা মাঠ জুড়ে সুবিশাল কাল্পনিক পূজা মন্ডপ তৈরি করা হচ্ছে। বালুরঘাট ও মেদিনীপুরের শিল্পীরা সুবিশাল পূজা মন্ডপ তৈরি করছেন। লৌকিকতা থিমের মাধ্যমে এবার হারিয়ে যাওয়া কিছু বিষয় তুলে ধরা হবে। সেইসাথে পূজা মন্ডপ ও লৌকিকতা থিমের আদলে তৈরি করা হচ্ছে প্রতিমা। পূজা মন্ডপের ভিতরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত বোলপুর থেকে আসা মৃৎশিল্পীরা।আর গোটা মাঠ জুড়ে সুবিশাল পূজা মন্ডপ, প্রতিমার পাশাপাশি রাস্তা জুড়ে আলোকসজ্জা যে দর্শনার্থীদের নজর কাড়বে তা বলাই যায়। দশমীর দিনে এখানে পান্তা ও বোয়াল মাছ দিয়ে ভোগ দেওয়া হয় বলে জানান উদ্যোক্তারা। এছাড়াও পূজা উপলক্ষে প্রতিদিন নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।