শুভ জন্মদিন দুর্গাচরণ রক্ষিত
শুভ জন্মদিন দুর্গাচরণ রক্ষিত
দুর্গাচরণ রক্ষিত
(২৯ সেপ্টেম্বর ১৮৪১ – ২৭ আগস্ট ১৮৯৮)
ভারতে প্রথম ব্যক্তি সর্বোচ্চ ফরাসি সম্মান প্রাপক।
দারিদ্র্যের জন্য নিজে উচ্চশিক্ষা লাভে বঞ্চিত হলেও 'একল দুর্গা' বিদ্যালয়ের সূচনা করেন।
এক তন্ত্তবায়কুলে জন্ম দুর্গাচরণের৷ ‘ফরাস ডাঙ্গার তাঁত’ কারণে তাঁর নাম এবং চন্দননগর দেশে ও বিদেশে বিখ্যাত হয়ে উঠেছিল৷
‘দৌরগা চারণ রাকুইট’-ই প্রথম ভারতীয় যিনি ফ্রান্সের ‘লিজিয়ঁ দ্য অনার’ সম্মান পেয়েছিলেন।
চন্দননগরের দূর্গা চরণের নাম ভারতে প্রচলিত হয়। শুধু ফ্রান্সই নয়; মালয়েশিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, জামাইকা, হংকং, মরিশাস, মিশরের পৌঁছে ছিলেন।
উনবিংশ শতকে বাংলা ও ভারতের ব্যবসার জগতে রীতিমতো মহাকায় হয়ে উঠেন।