চার বছরের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

মধ্য কলকাতার নামী স্কুলের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। সূত্রে খবর,শুক্রবার স্কুলে আসার পথে অসুস্থ হয়ে পড়ে চার বছরের এই শিশুটি। সঙ্গে শুরু হয় বমি। পুলকার চালক ও শিশুর পরিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই শিশুকে এনআরএস হাসপাতালে রেফার করা হয়।

চার বছরের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৩ই সেপ্টেম্বর: মধ্য কলকাতার নামী স্কুলের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। সূত্রে খবর,শুক্রবার স্কুলে আসার পথে অসুস্থ হয়ে পড়ে চার বছরের এই শিশুটি। সঙ্গে শুরু হয় বমি। পুলকার চালক ও শিশুর পরিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই শিশুকে এনআরএস হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুর দেহের ময়নাতদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই শিশুর নাম তনুষ রায়। বছর চারেকের তনুষ মধ্য কলকাতার এক প্রখ্যাত স্কুলের নার্সারিতে পড়ত। স্কুলের তরফে জানানো হয়েছে, তনুষ স্কুলে নিয়মিত আসত। বৃহস্পতিবারও স্কুলে এসেছিল। কিন্তু, এদিন স্কুলে পৌঁছায়নি সে। জানা গিয়েছে, স্কুলে আসার জন্য এদিন পুলকারে উঠেছিল তনুষ। আচমকা অসুস্থ হয়ে পড়ে। বমি করতে শুরু করে। ওই শিশুর মৃত্যুতে শোকপ্রকাশ করে স্কুলের প্রিন্সিপাল জানান, ‘সকাল আটটা থেকে ক্লাস শুরু হয়। তবে এদিন শিশুটি স্কুলের ভিতর ঢোকেনি। আমাদের এক ছাত্রকে হারালাম।’

এদিকে পুলিশ সূত্রে আরও খবর মিলেছে যে, তনুষের বাড়ি কেষ্টপুরে। পরিবার সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার রাতে শিশুটির পেটে ব্যথা হয়েছিল। এরপর তার মা ওষুধ খেতে দেন। এদিন সকালে স্কুলে আসার জন্য পুলকারেও উঠেছিল। পুলকার উল্টোডাঙা আসার পর শিশুটি পেটে ব্যথার কথা জানায় চালককে। বাড়ি ফিরে যেতে চায়। জানা গিয়েছে, বাকি বাচ্চাদের পরীক্ষা থাকায়, শিশুটিকে ফিরিয়ে নিয়ে যেতে পারেননি চালক। হঠাৎ কী কারণে সে এতটা অসুস্থ হয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই ওই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।