আরামবাগ মেডিকেল কলেজের প্রধান গেট এখনও সম্পূর্ণ হল না, ক্ষোভ চরমে
রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের ফুটপাত দখল মুক্ত করতে যখন কড়া বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময় হুগলি জেলার আরামবাগ শহরে অবস্থিত আরামবাগ মেডিকেল কলেজের গেট তৈরিতে ব্যর্থ আরামবাগ মহকুমা প্রশাসন।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৩রা অক্টোবর: রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের ফুটপাত দখল মুক্ত করতে যখন কড়া বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময় হুগলি জেলার আরামবাগ শহরে অবস্থিত আরামবাগ মেডিকেল কলেজের গেট তৈরিতে ব্যর্থ আরামবাগ মহকুমা প্রশাসন। দীর্ঘদিন হল আরামবাগ মেডিকেল কলেজ পথ চলা শুরু করেছে।
প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ারা দ্বিতীয় বর্ষে উঠেছে আবার প্রথম বর্ষে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছেন। এমত অবস্থায় আজও আরামবাগ মেডিকেল কলেজের গেট ভালোভাবে তৈরি হল না। এত বড় মেডিকেল কলেজের মাত্র একটি গেট দিয়েই যাওয়া আসা। রোগীদের ভিতরে প্রবেশ, ভিতর থেকে বাইরে বের হওয়া সব কিছুই চলছে একটি গেটের ওপর ভিত্তি করে। অথচ আরামবাগ মহকুমা প্রশাসন আজও মেডিকেল কলেজের পশ্চিম দিকে ফুটপাত দখল করে বসে থাকা ব্যবসায়ীদের সরাতে পারল না। অনেকেই বলছেন আরামবাগ মহকুমা প্রশাসন, পৌর প্রশাসন তৎসহ পুলিশ প্রশাসন কি ঘুমিয়ে আছে ? যেখানে মুখ্যমন্ত্রী বলছেন, ফুটপাত দখল মুক্ত করতে, সেখানে গুরুত্বপূর্ণ একটা মেডিকেল কলেজের গেটের সামনে পূর্ত দপ্তরের জায়গা দখল করে বসে থাকা মানুষজনদের তুলতে পারছে না প্রশাসন।
আক্ষরিক অর্থে এখানকার তিন স্তরের প্রশাসন তো ব্যর্থ। অনেক রোগীর অভিভাবক এবং বিশিষ্টজনদের কথায় যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন দখলমুক্ত করতে সেখানে আরামবাগ মহকুমা প্রশাসনের উচিত ছিল এই সময় এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দখলমুক্ত করা। একই সাথে আরামবাগ মেডিকেল কলেজের দ্বিতীয় গেটের জন্য করুণা পল্লীর এলাকার দিকেও একটি রাস্তা বের করার দাবি উঠেছে। একসময় মেডিকেল কলেজের একটি গেট হওয়ার কারণে সমস্যার কথা বলেছিল মেডিকেল কাউন্সিল। তখন প্রশাসনের তরফে দ্বিতীয় গেট করার কথা বলা হলেও এখন পর্যন্ত বাস্তবিক ক্ষেত্রে তা হয়নি। আগামী দিনে একটি গেটের কারণে কোনো সমস্যা তৈরী হলে তখন প্রশাসন সমস্যার সম্মুখীন হবে।