তবে কি উপনির্বাচনের আগেই দলবদল! বার্লার বাড়ি গিয়ে তৃণমূল নেতাদের দেখা

রাজ্যে ছয় কেন্দ্রের সাথে আগামী ১৩ ই নভেম্বর উপনির্বাচন হবে মাদারিহাটে। তবে সেই উপনির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না বিজেপির নেতা জন বার্লা আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। তিনি এই বছরের ভোটের টিকিট না পেয়ে নিষ্ক্রিয় হয়েছিলেন।

তবে কি উপনির্বাচনের আগেই দলবদল! বার্লার বাড়ি গিয়ে তৃণমূল নেতাদের দেখা

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৬ নভেম্বর: রাজ্যে ছয় কেন্দ্রের সাথে আগামী ১৩ ই নভেম্বর উপনির্বাচন হবে মাদারিহাটে। তবে সেই উপনির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না বিজেপির নেতা জন বার্লা আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। তিনি এই বছরের ভোটের টিকিট না পেয়ে নিষ্ক্রিয় হয়েছিলেন। পরবর্তীকালে মনোজ টিগ্গার শীর্ষ দলের নেতৃত্বে চাপে পড়ে প্রচারে নামেন। তবে মাদারিহাট নির্বাচনে ফের তাঁর নিষ্ক্রিয়তা টের পাওয়া যাচ্ছে। তবে হঠাৎ করে এই পরিস্থিতিতে ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে তৃণমূলের রাজ্য সংসদ দিপেন প্রামানিক ও দুলাল দেবনাথকে জন বার্লার বাড়িতে আসতে দেখা গেল।

তবে কি ২০২৬ এর বিধানসভার আগেই জন বার্লা তৃণমূলে যোগ দেবেন? এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে বার্লার মন্তব্য, ''দলবদলের কোনও চিন্তা করিনি। দীপেন প্রামাণিক আমার পুরনো প্রেসিডেন্ট ছিলেন জলপাইগুড়ি জেলার। উনি আসবেন বলেছিলেন, তাই এসেছেন। আমরা কথা বললাম।''

আগেও একাধিকবার বার্লার গলায় নেতৃত্ব নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল। শুধু তাই নয়, জেলা কমিটি, জেলা নেতৃত্ব নিয়েও চরম অসন্তোষ রয়েছে তাঁর। স্পষ্টই অভিযোগ করলেন, কলকাতার নেতৃত্ব আলিপুরদুয়ার, জলপাইগুড়ির নেতাদের গুরুত্বই দেয় না। কমিটিতেও রাখে না। যার জেরে বিজেপির ফলাফল ক্রমশ খারাপ হচ্ছে বলে মনে করেন তিনি। এভাবে লাগাতার দলের সমালোচনা করা বার্লার দলবদল নিয়ে তাই এই মুহূর্তে জল্পনা উসকে উঠেছে।