ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার ডিওয়াইএফআই নেতা
ভাইরাল অডিয়ো কাণ্ডে গ্রেফতার (arrested) ডিওয়াইএফআই নেতা (DYFI leader) কলতান দাশগুপ্ত।
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, ১৪ সেপ্টেম্বর: ভাইরাল অডিয়ো কাণ্ডে গ্রেফতার (arrested) ডিওয়াইএফআই নেতা (DYFI leader) কলতান দাশগুপ্ত। এমনটাই খবর কলকাতা পুলিশ সূত্রে। অডিয়ো ক্লিপের সূত্রেই গ্রেফতার। ভাইরাল অডিয়োর একটি কণ্ঠস্বর কলতানের বলে দাবি করা হচ্ছে কলকাতা পুলিশ ও বিধাননগর কমিশনারেটের তরফ থেকে।