জনগণনার পরেই শুরু হবে লোকসভার আসন পুনর্বিন্যাস!

অবশেষে এবার শুরু হতে চলেছে জনগণনা। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই খবর যে,নির্ধারিত সময়ের ৪ বছর পেরিয়ে গিয়েছে।সেরকমটাই খবর মিলেছে কেন্দ্র সরকার সূত্রে। লোকসভার আসনগুলো পূর্ণবিন্যাস শুরু হবে আদমসুমারি শেষ হওয়ার পরেই। নতুন লোকসভা কেন্দ্রগুলি গঠিত হবে ২০২৯ সালে নির্বাচনের আগে।

জনগণনার পরেই শুরু হবে লোকসভার আসন পুনর্বিন্যাস!

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৮ অক্টোবর: অবশেষে এবার শুরু হতে চলেছে জনগণনা। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই খবর যে,নির্ধারিত সময়ের ৪ বছর পেরিয়ে গিয়েছে।সেরকমটাই খবর মিলেছে কেন্দ্র সরকার সূত্রে। লোকসভার আসনগুলো পূর্ণবিন্যাস শুরু হবে আদমসুমারি শেষ হওয়ার পরেই। নতুন লোকসভা কেন্দ্রগুলি গঠিত হবে ২০২৯ সালে নির্বাচনের আগে।

সূত্রের খবর, এবার ২০২৫ সালে জনগণনা শুরু হবে। বিগত এক বছর ধরে আদমসুমারি চলবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ২০২৬ সালের জনগণনা রিপোর্ট প্রকাশিত হবে। তফসিলি জাতি-উপজাতি এবং অসংরক্ষিতদের মধ্যে যেই বিভাগ গুলো রয়েছে আগামী জনগণনাতে উল্লেখ করা হবে। এতদিন ধরে যাদের ক্যাটাগরি ছিল সেগুলোই থাকবে। তাছাড়াও এতদিন ধরে যেসমস্ত ক্যাটেগরিতবে জাতিগত জনগণনা হবে না বলেই সূত্রের খবর।

শোনা গিয়েছিল, ২০২৩ সালে জনগণনা হতে পারে। কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদি সরকার। সব মিলিয়ে মোদি জমানায় একবারও জনগণনা হয়নি। তাতে সরকারের অন্দরেঅন্দরে নানা ধরনের প্রশ্নও উঠছিল। অর্থনীতিবিদদের একটা অংশ বলছে, এখনও পর্যন্ত মোদি সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে সবটাই সেই ২০১১ সালের তথ্যের উপর ভর করে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও। তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে। সবমিলিয়ে চাপে পড়েই আদমসুমারির পথে হাঁটছে কেন্দ্র।