প্রেমের টানে ১০ কিলোমিটার হেঁটে পৌঁছলেন ছেলের বাড়ি! সিঁদুর দান করে আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে

বিয়ের অনুষ্ঠানে ভিডিওগ্রাফি করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত এক তরুণীর প্রেমে পড়েন এক যুবক। বিয়ের পর বাড়ি ফিরে গেলেও মেয়েটির সঙ্গে কথা হতে থাকে মোবাইল ফোন। তারা দুজনই পালিয়ে যাওয়ার এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেমের টানে ১০ কিলোমিটার হেঁটে পৌঁছলেন ছেলের বাড়ি! সিঁদুর দান করে আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 6 নভেম্বর: বিয়ের অনুষ্ঠানে ভিডিওগ্রাফি করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত এক তরুণীর প্রেমে পড়েন এক যুবক। বিয়ের পর বাড়ি ফিরে গেলেও মেয়েটির সঙ্গে কথা হতে থাকে মোবাইল ফোন। তারা দুজনই পালিয়ে যাওয়ার এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাটি বাঁকার শম্ভুগঞ্জ বাজারের বলে জানা গেছে। যেখানে ছেলেটির প্রেমে পড়া মেয়েটি ১০ কিলোমিটার হেঁটে প্রেমিকের বাড়িতে পৌঁছেছে।

পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে তাদের প্রেমের কথা মেনে নেন। বাজারের সোমেশ্বর নাথ মন্দিরে হুট করেই বিয়ে সেরে ফেললেন দুজনেই। বিষয়টি দিনভর আলোচনার বিষয় ছিল। শম্ভুগঞ্জ বাজারের সেবক মণ্ডলের ছেলে সজন কুমার বাথ থানা এলাকার বাধরার বাসিন্দা রতন মণ্ডলের মেয়ে শিবানী কুমারীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, সজন কুমার বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে ভিডিওগ্রাফির কাজ করেন। 

গোটা মিডিয়া দুনিয়া তোলপাড় এই খবরে। ওই তরুণী প্রায় ১০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রেমিকের বাড়িতে পৌঁছে যায়। এরপর পরিবারের লোকজন দেখে তা মেনে নিয়ে উভয়ের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়। দুজনেই সোমেশ্বর মন্দিরে একে অপরকে মালা অর্পণ করেন। ওই যুবক প্রেমিকার কপালে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে করে নেন।তবে, প্রেমিক-প্রেমিকা এই প্রসঙ্গে জানান, 'কারও চাপ ছিল না, আমরা নিজের ইচ্ছায় বিয়ে করেছি।'