জাওয়ানরা পেলেন উপত্যকায় বড় সাফল্য! গুলির লড়াইয়ে আহত হয়েছেন দুই জওয়ান

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল সেনারা। এবং সেইখানে তারা বড় সাফল্য পেয়েছে। এই অভিযানে নিরাপত্তাবাহিনী মঙ্গলবার বান্দিপোরা থেকে এক জঙ্গিকে নিকেশ করল।

জাওয়ানরা পেলেন উপত্যকায় বড় সাফল্য! গুলির লড়াইয়ে আহত হয়েছেন দুই জওয়ান

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৬ নভেম্বর: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল সেনারা। এবং সেইখানে তারা বড় সাফল্য পেয়েছে। এই অভিযানে নিরাপত্তাবাহিনী মঙ্গলবার বান্দিপোরা থেকে এক জঙ্গিকে নিকেশ করল। ওই অভিযানে দুইজন জাওয়ান আহত হয়েছে বলে জানা গেছে। তার সঙ্গে কুপওয়াড়াতেও জঙ্গিদের সাথেও গুলির লড়াই শুরু হয়েছে।

বান্দিপোরার কেতসুন বনে জঙ্গিরা লুকিয়ে ছিল মঙ্গলবার দিন বিকেল বেলা। আর সেই খবর পেয়ে ওই উপত্যকার পুলিশ ও আধাসেনার বাহিনী অভিযানে নামে। সারা এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়। জঙ্গিরা নিজেদের প্রাণ বাঁচাতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তার বিপরীতে জাওয়ানরাও পাল্টা গুলি চলায়। আর সেই সময় এক জঙ্গির মৃত্যুহার। তার সঙ্গে দুইজন জওয়ানো আহত হয়। তাদেরকে সত্বর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বান্দিপোরার পাশাপাশি কুপওয়াড়াতেও চলছে অভিযান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উপত্যকায় একের পর এক জঙ্গি হামলার ঘটনায় ঘুম ছুটেছে প্রশাসনের। গত ২০ অক্টোবর গান্দেরবালে জঙ্গি হামলায় এক চিকিৎসক-সহ ৬ শ্রমিক প্রাণ হারান। এর পর সেনা কনভয়ে হামলার ঘটনা ঘটে। গত ৩ নভেম্বর শ্রীনগরে গ্রেনেড হামলায় মহিলা, শিশু-সহ ১২ জন আহত হন। একদিকে জঙ্গি হামলার কড়া জবাব দিতে পালটা অভিযানও চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। ২৯ অক্টোবর আখনুরে সেনা অভিযানে খতম হয় ৩ জঙ্গি। ২ নভেম্বর অনন্তনাগ জেলায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ জঙ্গিকে খতম করে সেনা। এবার বান্দিপোরায় নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম আরও এক জঙ্গি।