আজ দু'বছর পর বাড়ি ফিরলেন অনুব্রত,খাবারের সব এলাহি আয়োজন, বাড়ি ফিরে কী কী খেলেন অনুব্রত?
পশ্চিমবঙ্গের দাপটে নেতা অনুব্রত মণ্ডল তিনি আজ ২ বছর পর বোলপুরে বাড়িতে ফিরছেন। স্বাভাবিকভাবেই বাড়িতে খুশির রেশ পড়েছে। তিনি আজ অনেক দিন বাদে বাড়ির খাবার খাবেন। এবং আজ তার সব প্রিয় খাবারগুলো করা হয়েছে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৫ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গের দাপটে নেতা অনুব্রত মণ্ডল তিনি আজ ২ বছর পর বোলপুরে বাড়িতে ফিরছেন। স্বাভাবিকভাবেই বাড়িতে খুশির রেশ পড়েছে। তিনি আজ অনেক দিন বাদে বাড়ির খাবার খাবেন। এবং আজ তার সব প্রিয় খাবারগুলো করা হয়েছে। আলুর পোস্ত থেকে পোস্তর বড়া সবটাই রয়েছে মেনুতে, আরও নানা পদ। খাওয়াদাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘুমোন তিনি।
মঙ্গলবার তিহাড় থেকে বোলপুরের বাড়িতে থেকে ফিরে স্নান সেরে সোজা ঠাকুরঘরেই যান তিনি। এক ঘণ্টারও বেশি সময় সেখানে ছিলেন। সিবিআই তাকে ২০২২ সালে ১১ আগস্ট ঠাকুরঘর থেকেই অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal) গ্রেপ্তার করেছিল। সেদিন তিনি নিজের হাতেই ইষ্টদেবতাকে ভোগ দেন। পুজো করার পর সারেন মধ্যহ্নভোজ। অনুব্রত মেনুতে এদিন কী কী ছিল? অনুগামী ও পরিচালিকাদের থেকে জানা গিয়েছে, এদিন দুপুরে ভাত, উচ্ছে সিদ্ধ, মুসুর ডাল, পোস্তর বড়া, আলুপোস্ত আর পাতলা রুই মাছের ঝোল খান অনুব্রত ও মেয়ে সুকন্যা। দীর্ঘদিন পর বাড়ির খাবার পেয়ে স্বাভাবিকভাবেই তৃপ্তি করেই খাওয়াদাওয়া সারেন তাঁরা।
অনুব্রতর ভাইজি পম্পি পাল জানান, "জেঠু সব সময় দেশি পোনা মাছের ঝোল, দেশি মুরগির ঝোল, উচ্ছে সিদ্ধ খেতে ভালোবাসেন। রাতে মুড়ি অথবা দুটি রুটি, তরকারি, বেগুন পোড়া, শসা খেতে পছন্দ করেন। তবে জেঠু বেশ ভোজন রসিক। খেতে ও খাওয়াতে ভালবাসেন।" প্রসঙ্গত, দীর্ঘক্ষণ জেলবন্দি থাকায় বর্তমানে খানিকটা দুর্বল অনুব্রত। তবে হাঁটুর ব্যথা ছাড়া এই মুহূর্তে আর কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন তাঁর অনুগামীরা।