ফুলেশ্বরে ট্রেনযাত্রীদের অবরোধ! প্রতিনিয়ত লেট ট্রেন আসায় ক্ষুব্ধ নিত্যযাত্রী
Blockade of train passengers in Phuleshwar! Daহাওড়ার ফুলেশ্বরে দিনের পর দিন ট্রেন লেট করাটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। লোকাল ট্রেন প্রতি নিয়ত দেরিতে চলে, এমনটাই অভিযোগ আনলেন হাওড়া-খড়গপুর শাখার ফুলেশ্বরের ট্রেনের নিত্যযাত্রীরা।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৩ নভেম্বর: হাওড়ার ফুলেশ্বরে দিনের পর দিন ট্রেন লেট করাটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। লোকাল ট্রেন প্রতি নিয়ত দেরিতে চলে, এমনটাই অভিযোগ আনলেন হাওড়া-খড়গপুর শাখার ফুলেশ্বরের ট্রেনের নিত্যযাত্রীরা। তারা সকাল সাড়ে দশটা থেকে অবরোধ চালু করেছে। এই অবরোধ থামাতে রেল কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দেন যে, এখন থেকে সঠিক সময় পরপর ট্রেন চলাচল করবে। তারপরেই নিত্যযাত্রীরা ১২টা নাগাদ অবরোধ তুলে নেন। রেল সূত্রে খবর, এখন রেলের পরিষেবা আগের থেকে স্বাভাবিক হয়েছে।
ট্রেনযাত্রীর রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ, দীর্ঘদিন ধরে নাকি দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় লোকাল ট্রেন তার তার সময়ের অনেকটা পরে আসত। তাছাড়া টিকিয়াপাড়া থেকে হাওড়া ঢুকতেও যথেষ্ট দেরি করত। তার ফলে ট্রেন যাত্রীদের নিজস্ব গন্তব্যে পৌঁছাতে পারেন না, এমনকি অনেক দেরি হয়ে যায়।নির্ধারিত সময়ের থেকে অনেকে দেরিতে চলছে।
তাছাড়া ট্রেন দেরিতে অন্তিম স্টেশন হাওড়া পৌঁছনোর পরে পরবর্তী যাত্রায় আরও দেরি হয়ে যায়। সব মিলিয়ে অতিরিক্ত বিলম্বের কারণে সমস্যায় পড়ছেন যাত্রীরা, এমনটাই দাবি। 'বিরক্ত' নিত্যযাত্রীদের একাংশই ট্রেন অবরোধ করেন বুধবার। যদিও রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় লাইন মেরামতির কাজ চলছে। ফলে লোকাল ট্রেন চলাচলে কিছুটা দেরি হচ্ছে।