ভাটপাড়ায় তৃণমূল নেতাকে শুটআউট! ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন
বিগত কয়েক দিন ধরে নৈহাটিতে উপনির্বাচন চলছে। এবং তার পাশে ভাটপাড়া স্টেশন ওইখানে তৃণমূল নেতাকে শুট আউট করা হয়েছে সাত সকালে। মৃতের নাম অশোক সাউ।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৩ নভেম্বর: বিগত কয়েক দিন ধরে নৈহাটিতে উপনির্বাচন চলছে। এবং তার পাশে ভাটপাড়া স্টেশন ওইখানে তৃণমূল নেতাকে শুট আউট করা হয়েছে সাত সকালে। মৃতের নাম অশোক সাউ। তিনি ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। গুলিবিদ্ধ নেতাকে তড়িঘড়ি করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তার শারীরিক অসুস্থতা আরও বেড়ে যাওয়ায় ব্যারাকপুর হাসপাতালে নিয়ে আসে। এবং কিছুক্ষণের মধ্যে বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সেই ঘটনাস্থলে যান। বলতে গেলে ওই এলাকার পরিবেশ এখন আতঙ্কের মধ্যে রয়েছে। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
পুলিশ জানাচ্ছে, অশোক ওই এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলাম। সেই সময় সাত থেকে আট জনের মতন দুষ্কৃতী এসে তার উপর হামলা চালায়। আর রাউন্ড গুলির পর বোমাও ছোড়া হয় বলে দাবি। ওই চায়ের দোকানে ঢুকে প্রাক্তন ওয়ার্ড সভাপতি কে গুলি করে দুষ্কৃতীরা। তার দেহে প্রায় চারটির মতন গুণ লাগে। বর্তমানে কোনও পদে ছিলেন না বলেই দলীয় সূত্রে খবর।
মৃত তৃণমূল নেতা অশোক সাউ।চায়ের দোকানের মালিক বলেন, "দোকানে অনেক ভিড় ছিল। আমি চা করছিলাম। হঠাৎ গুলি চলে। অশোক প্রতিদিন চা খেতে আসতেন। বাকি কে বা কারা গুলি চালল, কেন হামলা করল কিছু বলতে পারব না।" এক প্রত্যক্ষদর্শী বলছেন, "কী হল আমরা বুঝতে পারিনি। হঠাৎ বাইরে থেকে গুলির শব্দ আসতে থাকে। দোকানের ভিতরেও বোমা ছোড়া হয়। দুষ্কৃতীরা দোকানের ভিতরে ঢুকে আসে। আমার কোলে বাচ্চা ছিল। কোনও মতে পালিয়ে বাঁচি।"