ব্যবসায়িক শত্রুতার জেরে খুন! সেই কারণ ঘিরে জল্পনা সিঙ্গুরে
বুধবার রাতের অন্ধকারে সিঙ্গুরের এক ব্যবসায়ীকে রাস্তার মাঝে খুন করা হয়েছে। তার দেহ পুলিশ রক্তাক্ত অবস্থায় করেছে। এবং পুলিশের ধারণা, ওই ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটালো , কোন কারণে এমনটা হল তা এখনো স্পষ্ট নয়।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৭ নভেম্বর: বুধবার রাতের অন্ধকারে সিঙ্গুরের এক ব্যবসায়ীকে রাস্তার মাঝে খুন করা হয়েছে। তার দেহ পুলিশ রক্তাক্ত অবস্থায় করেছে। এবং পুলিশের ধারণা, ওই ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটালো , কোন কারণে এমনটা হল তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের বয়স ৩২ বছর এবং তার নাম সোমনাথ মাইতি। তিনি ছিলেন দিয়ারার মালিকপাড়ায় বাসিন্দা। মৃতের হরিপুর বাজারে একটি ফটো স্টুডিও রয়েছে। এবং তিনি এডিটিং আরো কাজ করতেন। আরো জানা গিয়েছে, গতকাল রাতে মহাম্মদপুর থেকে বাড়ি স্কুটার নিয়ে তিনি বাড়িতে ফেরার সময় কয়েকজন লোক তার উপর চড়াও হয়। দুষ্কৃতীরা তার গলায় ছুরি দিয়ে কোপ দেয়। এবং তার দেহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে দেখে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিংহরে একটি হাসপাতালে নিয়ে যায়। আর হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে রাতে সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গিয়ে দেখে স্কুটার ও একটি চালের বস্তা পরে রয়েছে রাস্তার ধারে। বড়া থেকে দিয়ারা যাওয়ার রাস্তায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবক বুধবার রাতে নিজের স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে খুন হয়। কী কারণে তাঁকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ। ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করা হয়েছে। মৃতের স্ত্রী সুইটির দাবি, তাঁর স্বামীর সাথে কারওর কোনও শত্রুতা ছিল না। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন, অনুমান পুলিশের। আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।