একের পর এক ভয়াবহ ধর্ষণকাণ্ডে শিউরে উঠছে মধ্যপ্রদেশ!

দেশের অবস্থা খুবই খারাপ। একের পর এক ধর্ষণের ঘটনায় কলঙ্কিত হচ্ছে সারা দেশসহ এখন উত্তর প্রদেশও। তবে এযাবৎকাল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ধর্ষণের রেকর্ডকেও ছাড়িয়ে দেবে।

একের পর এক ভয়াবহ ধর্ষণকাণ্ডে শিউরে উঠছে মধ্যপ্রদেশ!

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৬ অক্টোবর: দেশের অবস্থা খুবই খারাপ। একের পর এক ধর্ষণের ঘটনায় কলঙ্কিত হচ্ছে সারা দেশসহ এখন উত্তর প্রদেশও। তবে এযাবৎকাল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ধর্ষণের রেকর্ডকেও ছাড়িয়ে দেবে। পরপর মধ্যপ্রদেশ ইন্দোর ও রেওয়া শহরে দুটি ধর্ষণকাণ্ডে শিউরে উঠছে দেশ।

পুলিশ সূত্রে খবর, রেওয়ায় একটি মহিলা সেখানে পিকনিক করতে চান। যেখানে গিয়ে তিনি গণধর্ষণের শিকার হন। দুষ্কৃতীরা তার স্বামীকে নাচের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে গণধর্ষণ করে। ওই দুষ্কৃতীরা ধর্ষণের দৃশ্যগুলো মোবাইলে রেকর্ড করে রাখে। পুলিশকে যদি ধর্ষণের বিষয়ে কিছু জানানো হয় তাহলে তারা মোবাইলে রেকর্ড করা ভিডিও ভাইরাল করে দেবে। এই ঘটনাটি গত ২১ শে অক্টোবর ঘটে। প্রথমে ওই দম্পতির ওপর হামলা চালায় তারপর তাকে ধর্ষণ করে। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ওইদিনই তদন্তে নামে স্থানীয় পুলিশ। কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তারও করে।

জোড়া ধর্ষণের ঘটনায় শাসকদল বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। রাজ‌্য কংগ্রেসের প্রধান জিতু পাটওয়ারি বলেন, “মুখ‌্যমন্ত্রী যখন লাডলি বহেনা যোজনার অনুষ্ঠান নিয়ে ব‌্যস্ত তখন একটি মেয়ে রাস্তায় ধর্ষিতা হয়ে ঘুরছে।” মুখ‌্যমন্ত্রী মোহন যাদবকে বিঁধে কংগ্রেস নেতা আরও বলেন, “মুখ‌্যমন্ত্রী নিজেকে ভগবান বলে দাবি করেন, অথচ ইন্দোরের রাস্তায় মহিলার বস্ত্রহরণ হচ্ছে, উনি দেখতে পাচ্ছেন না? আমাদের রাজ্যে মা-বোনের উপর অত‌্যাচার কমছে না, অথচ উনি চোখ বন্ধ করে বসে আছেন।