বিজেপি নেতার হোটেলে মধুচক্র ফাঁস! গ্রেপ্তার ৪ মহিলা-সহ ম্যানেজার
শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতাকে হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ করা হয়েছে। ওই মধুচক্রকে ধরার জন্য পুলিশ একটা অভিযান চালিয়েছিল। সেখানে খড়গপুরের ১ ব্লকের একটি হোটেল থেকে চারজন মহিলাসহ ম্যানেজারকে গ্রেপ্তার করে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৭ নভেম্বর: শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতাকে হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ করা হয়েছে। ওই মধুচক্রকে ধরার জন্য পুলিশ একটা অভিযান চালিয়েছিল। সেখানে খড়গপুরের ১ ব্লকের একটি হোটেল থেকে চারজন মহিলাসহ ম্যানেজারকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ওই হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে, হোটেলের ব্যবসার বাইরেও তারা মধুচক্র চালাত। এমনটাই প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই লজের মালিক যে হলো বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান বিমল দাসের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। সূত্র ধরে জানা গিয়েছে মধুচক্র থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
খড়্গপুরের গ্রামীণ থানা থেকে জানা গিয়েছে, তারা অনবরত হোটেল ব্যবসার বাইরে ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গতকাল রাতে ওই থানার পুলিশরা সেই সূত্র ধরে এসডিপিও-র নেতৃত্বে ওই লজে যান। লজের ম্যানেজার সহ গ্রেপ্তার হয়েছেন চার মহিলা। এদের উত্তর ২৪ পরগনায় প্রত্যেকের বাড়ি। বিমল দাস ওরফে টিংকু ছিল শুভেন্দু ঘনিষ্ঠ বন্ধু। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কিন্তু খোঁজ মেলেনি তাঁর। মূল অভিযুক্তর খোঁজে চলছে তল্লাশি।
পুলিশ জানিয়েছে, ওই হোটেল থেকে সিসিটিভির হার্ডডিস্ক, দুটি ইউপিআই স্ক্যানার উদ্ধার হয়েছে। ওই স্ক্যানারের মাধ্যমে মহিলাদের টাকা দেওয়া হত। এছাড়াও ৩-৪ প্যাকেট কনডম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।