মৃত্যুর আগে করা তার মাকে শেষ ফোন কল! নেপথ্যে কোন কারণ?

শুক্রবার কালনায় স্কুল পড়ুয়ার রহস্যজনক মৃত্যু। মেয়েটি সন্ধ্যেবেলায় টিউশন থেকে বাড়ি ফিরছিল। কিছুক্ষণের মধ্যে তার পরিবারের কাছে খবর যায় কালনার রেললাইনের ধার থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে।

মৃত্যুর আগে করা তার মাকে শেষ ফোন কল! নেপথ্যে কোন কারণ?

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৯ নভেম্বর: শুক্রবার কালনায় স্কুল পড়ুয়ার রহস্যজনক মৃত্যু। মেয়েটি সন্ধ্যেবেলায় টিউশন থেকে বাড়ি ফিরছিল। কিছুক্ষণের মধ্যে তার পরিবারের কাছে খবর যায় কালনার রেললাইনের ধার থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। স্কুল ছাত্রীর মায়ের দাবি, সন্ধ্যেবেলায় তার মেয়ে ফোন করে বলেছিল, ‘ওরা আমাকে বাঁচতে দেবে না।’ প্রথমে পুলিশের ধারণা, তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এমন ঘটনা ঘটাল, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মৃতার নাম অঙ্গনা হালদার। বাড়িতে সবাই তাকে পিউ বলে ডাকে। তার বয়স মাত্র ১৮। ধাত্রীগ্রামের দাসপাড়ায় মেয়েটির বাড়ি। ওই এলাকারই দ্বাদশ শ্রেণীতে পড়ত। কালনা স্টেশন থেকে দূরে রেলের পাশে তার দেহ উদ্ধার হয়। কালনা জিআরপি দেহ উদ্ধার করে তদন্তে নামে।

স্থানীয়দের দাবি, মেয়েটি শুক্রবার বিকেল চারটা নাগাদ টোটো করে আমনাপুরে পড়তে যায় অঙ্গনা। মেয়েটি টিউশনে ঢুকে যাওয়ার পর তার মা ওই এলাকার আশেপাশেই ছিলেন। পড়ুয়া হঠাৎ করে সন্ধে ৬টা ৫০ মিনিট নাগাদ ওই পড়ুয়া ফোনে মাকে জানায় যে, “ওরা আমাকে বাঁচতে দেবে না।” এর পরই ফোন সুইচড অফ হয়ে যায়। আর যোগাযোগ করা যায়নি। বিপদের আশঙ্কায় কালনা থানায় যায় পরিবার। এর কিছুক্ষণের মধ্যে জিআরপি থানার পুলিশ কালনা স্টেশন থেকে কিছুটা দূরে ডাউন লাইনের ধারে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে।

এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক দেবীপ্রসাদ বাগ বলেন, “আমি শুনলাম মেয়েটির দেহ উদ্ধার হয়েছে। মাকে ফোন করে বলেছিল, ‘ওরা আমাকে বাঁচতে দেবে না।’ ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে শুনছি। কিন্তু যতক্ষণ না পুলিশ তদন্ত করছে, ততক্ষণ কিছু স্পষ্ট করে বলতে পারছি না।”