পুজোতে বন্ধুর সাথে ঠাকুর দেখতে গিয়ে 'আত্মঘাতী' যুবক! কারণ নিয়ে ধোঁয়াশা
বিয়ের বাকি ছিল আর কয়েকটা দিন মাত্র। তার মধ্যেই ঘটে গেল এমন দুর্ঘটনা। জগদ্ধাত্রী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে আত্মঘাতী হলো ওই যুবক। হুগলির চুঁচুড়া ধরমপুর কালিতলায় থাকতো। কি কারণে এমন ঘটল? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৭ নভেম্বর: বিয়ের বাকি ছিল আর কয়েকটা দিন মাত্র। তার মধ্যেই ঘটে গেল এমন দুর্ঘটনা। জগদ্ধাত্রী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে আত্মঘাতী হলো ওই যুবক। হুগলির চুঁচুড়া ধরমপুর কালিতলায় থাকতো। কি কারণে এমন ঘটল? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকটির বয়স মাত্র 35 বছর। তার নাম প্রদীপকুমার সন্ন্যাসী। যুবকটি ধরম করে একটি মিষ্টির দোকান রয়েছে। আর মাত্র ১০ দিন বাকি ছিল তার বিয়ের। বন্ধুবান্ধব সূত্রে জানা গিয়েছে, চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছিল বুধবার রাতে বন্ধুদের সাথে ওই যুবক। ঠাকুর দেখে ওই যুবক রাত আড়াইটা নাগাদ বাড়িতে ফিরে। বৃহস্পতিবার দিন সকালে এলাকাবাসীরা বাড়ি থেকে বেড়ানোর সময় দেখে এক ভয়ানক দৃশ্য। প্রদীপের মৃতদেহ তার মিষ্টির দোকানের উল্টোদিকে ঝুলছে।
এমন পরিস্থিতিতে তারা এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা সেই খবর পুলিশের কাছে জানায়। এবং পুলিশ সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। মৃতের বন্ধুরা জানিয়েছে, ঠাকুর দেখতে বেরিয়ে একেবারে স্বাভাবিক ছিলেন প্রদীপ। খাওয়াদাওয়াও করেছেন। কিন্তু কী থেকে কী হয়ে গেল, তা বুঝতে পারছেন না কেউই। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নেপথ্যে লুকিয়ে কোন কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।