আর জি কর কাণ্ডে মিলবে মোড় ঘোরানো তথ্য? একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি অপূর্ব বিশ্বাস
আর জি কর হাসপাতালের চিকিৎসক অপূর্ব বিশ্বাস আবারও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি। তিনি শুক্রবার সিজিও কমপ্লেক্স এ যান এবং সেইখানে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে করেই যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলবে তেমনটাই মনে করেন তদন্তকারীরা।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৮ই অক্টোবর: আর জি কর হাসপাতালের চিকিৎসক অপূর্ব বিশ্বাস আবারও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি। তিনি শুক্রবার সিজিও কমপ্লেক্স এ যান এবং সেইখানে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে করেই যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলবে তেমনটাই মনে করেন তদন্তকারীরা।
অপূর্ব বিশ্বাস এই প্রথম নয় আগেও বারংবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। তিনি সিজিও থেকে বেরিয়ে এক বিস্ফোরক দাবি করেছিলেন। বলেছিলেন, ‘ময়নাতদন্ত তাড়াতাড়ি করার জন্য তাঁদের চাপ দেওয়া হয়েছিল।’ সেই চাপ দিয়েছিলেন মৃতার ‘কাকু’ বলে পরিচয় দেওয়া একব্যক্তি। তা নিয়ে বিশাল জল ঘোলার সৃষ্টি হয়। এবার ফের জেরার মুখে অপূর্ব বিশ্বাস।
গত ৮ ই আগস্টে নাইট শিফটে ছিল তরুণী চিকিৎসকের। পরদিন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার পর থেকে ফুঁসছে প্রায় গোটা রাজ্য। আন্দোলনে শামিল চিকিৎসকরা। দুদফায় কর্মবিরতি করেন জুনিয়র চিকিৎসকরা। সুবিচারের দাবিতে ‘রাত দখল’ এবং ‘ভোর দখল’ও করেন আন্দোলনকারীরা। দফায় দফায় রাজপথে মিছিলও করেছেন তাঁরা। এদিকে তদন্তভার হাতে পেয়েই রহস্যভেদে ঝাঁপিয়েছেন সিবিআই আধিকারিকরা। গ্রেপ্তার হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে ঠিক কী ঘটেছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সেই রহস্যভেদেই চলছে জেরা।