বৃদ্ধের উপর হামলা, কানে-হাতে উটের কামড়!

গ্রেটার নয়ডা পশ্চিমের গৌড় সৌন্দর্যম সোসাইটির কাছে একটি পার্কে সকালে 72 বছর বয়সী এক ব্যক্তিকে একটি উট আক্রমণ করে। অনেকে তাকে বাঁচানোর চেষ্টা করলেও উটটি বৃদ্ধের কানে ও হাতে কামড়ে দেয়। ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃদ্ধের উপর হামলা, কানে-হাতে উটের কামড়!

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 18 অক্টোবর: কুকুর অথবা বিড়ালের হামলা অনেকেই শুনেছেন। কিন্তু কখনো কি শুনেছেন যে, একটি উট কোনও মানুষকে আক্রমণ করেছে? ঠিকই শুনেছেন! এমনই এক কান্ড ঘটেছে গ্রেটার নয়ডা পশ্চিমের গৌড় সৌন্দর্যম সোসাইটির কাছে। এই দিন এই এলাকার একটি পার্কে সকালে হাঁটার সময় 72 বছর বয়সী একজন বৃদ্ধকে আক্রমণ করেছে একটি উট। এসময় পার্কে হেঁটে যাওয়া অনেকেই তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কিছুক্ষণের মধ্যেই ওই উট বৃদ্ধের কানে ও হাতে কামড় দেয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

কমল দত্ত শর্মা তার পরিবারের সাথে গৌড় সৌন্দর্যম সোসাইটির একটি টাওয়ারে 812 নম্বর ফ্ল্যাটে থাকেন। 72 বছর বয়সী কমল দত্ত শর্মা সকালে পার্কে হাঁটছিলেন। এ সময় উটটি তাদের ওপর হামলা চালায়। তিনি জোরে চিৎকার করে সাহায্যের জন্য অনুরোধ করলেন। কিন্তু তাতেও হয়নি শেষ রক্ষা। উটটি তার কানে ও হাতে কামড় দেয়।

AOA কর্মকর্তারা এই প্রসঙ্গে বলেন, উটের আক্রমণে ওই বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষত দেখে দুই কানেই সেলাই দেন চিকিৎসকরা। এই ঘটনার পর জনমনে আতঙ্ক বিরাজ করছে। এমনকি ওই বৃদ্ধের পরিবারের সদস্যরাও উটের মালিককে খুঁজতে পুলিশের কাছে সাহায্য চেয়েছেন, যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।