সন্দেশখালিতে পুড়ে ছাই বিজেপি কর্মীর আলা ঘর, ঘটনাস্থলে রেখা পাত্র
সন্দেশখালিতে পুড়ে ছাই বিজেপি কর্মীর আলা ঘর, ঘটনাস্থলে রেখা পাত্র
শাহাজাহান কাণ্ডের পর বিতর্ক আর পিছু ছাড়ছেনা সন্দেশখালির। এবার রাতের অন্ধকারে পুড়ে ছাই হল এক বিজেপি কর্মীর আলা ঘর। সন্দেশখালি ব্লকের খুলনা অঞ্চলের ঘটনা । হাটগাছার বাসিন্দা সুব্রত মণ্ডলের অভিযোগ, বিজেপি করার অপরাধে তাঁর আলা ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমার উপরে বহুদিনের পুরনো রাগ, আমি এখানকার বিজেপির পার্টিপ্রমুখ। তাই তৃণমূলের দুষ্কৃতীরা আমার এই আলা ঘর পুড়িয়ে দিয়েছে। “ তিনি এ বিষয়ে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যাল বলেন, “আলা ঘরটি তিন চার বছরের পুরনো । নিজেরাই আগুন লাগিয়ে সন্দেশখালিকে নতুন করে উত্তপ্ত করতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগসূত্র নেই।“
খবর পেয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। পুরো বিষয়টা তিনি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে জানান । তৃণমূল পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্য এই ঘটনা ঘটাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।