অবসর নিলেন হাইকোর্টের বিচারপতি
অবসর নিলেন হাইকোর্টের বিচারপতি
দীর্ঘ পাঁচ বছর ধরে বিচারপতির আসনে থাকার পর,আজ শুক্রবার অবসর নিলেন হাইকোর্টের বিচারপতি মোঃ নিজামউদ্দিন। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্টের বিচারপতির আসন গ্রহণ করেছিলেন তিনি। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে "আজ এখন" ই পেপার-এর এডিটর সুরমান আলি মণ্ডল ফুলের তোরণ দিয়ে মহম্মদ নিজামউদ্দিনকে সম্বর্ধনা জ্ঞাপন করে। "আজ এখন" ই পেপার- এর পক্ষ থেকে সম্বর্ধনা পেয়ে খুশি হয়ে বিচারপতি মহম্মদ নিজামউদ্দিন সংবাদপত্রের দীর্ঘ সাফল্য কামনা করেন। কোনও রকম সমস্যায় তিনি এই সংবাদ মাধ্যমের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। বিচারপতি বলেন, "আজ এখন" সংবাদ মাধ্যম সামাজিক কাজ করছে। সেই কাজে যাতে তারা আরওএগিয়ে যেতে পারে, সেই কামনা করি।“