কলকাতা পুরসভার কাউন্সিলর জীবন সাহার বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল বিজেপি
কলকাতা পুরসভার কাউন্সিলর জীবন সাহার বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল বিজেপি
মঙ্গলবার সল্টলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর অফিসে জীবন সাহার সম্পত্তি নিয়ে অভিযোগ জানান বিজেপির উত্তর কলকাতা নেতা মনোজ কুমার বর্মন।
বিজেপির অভিযোগ গত কয়েক বছরে ৫৭ নম্বর ওয়ার্ডে মূলত মেট্রোপলিটন এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ থেকে কোটি কোটি কালো টাকা আত্মসাৎ করেছেন জীবন সাহা।। সেই বিপুল পরিমাণ কালো টাকার একটা অংশ দিয়ে গত ১০ বছরে ৫১ টারও বেশি সম্পত্তি তারা কিনেছেন।
এই সম্পত্তির একটা বড় অংশই জীবন এবং তার স্ত্রীর নামে রয়েছে ,আরও কিছু সম্পত্তি রয়েছে তাদের বিভিন্ন আত্মীয়র নামে।
বিজেপির তরফে ওই ৫১ টি সম্পত্তির নথিসহ এনফোর্সমেন্ট ডিরেক্টর কাছে লিখিত অভিযোগে জানিয়েছে, এবং জীবন সাহা তার এই কালো টাকা বিদেশে পাচার করেছেন বলে দাবি বিজেপির। কালো টাকা বিদেশে পাচার করতে জীবনকে সাহায্য করেছে শংকর আধ্য মতো ব্যক্তিরা। উল্লেখ্য শঙ্কর আধ্য রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন।
বিজেপির অভিযোগ এই বিপুল কালো টাকার উৎস বেআইনি নির্মাণের। গোপাল সাহা এবং সঞ্জীব পোদ্দার নামে দুই প্রোমোটারের নাম ও উল্লেখ করা হয়েছে এই অভিযোগে, যারা জীবনের সঙ্গী হিসেবে এই বেআইনি নির্মাণ করেছেন।
এনফোর্সমেন্ট দিরেচতর-এর পক্ষ থেকে এই অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগকারী মনোজ বর্মনের দাবী।