উৎসবের মরশুমে পুড়ে ছাই শতাব্দীর প্রাচীন বাংলো!

এবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার সিংটাম চা বাগানের ম্যানেজারের বাংলো। এটি প্রায় ১০৪ বছরের পুরনো বাংলো। রবিবার রাতে ওই বাংলোতে আগুন লাগে এবং দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ অনেকটাই দেরি হয়। ফলস্বরূপ আগুনের এই বিশাল শিখা সামলানো সম্ভব হয়নি। গোটা বাংলো ভস্মীভূত হয়ে গিয়েছে।

উৎসবের মরশুমে পুড়ে ছাই শতাব্দীর প্রাচীন বাংলো!

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৪ই অক্টোবর: এবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার সিংটাম চা বাগানের ম্যানেজারের বাংলো। এটি প্রায় ১০৪ বছরের পুরনো বাংলো। রবিবার রাতে ওই বাংলোতে আগুন লাগে এবং দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ অনেকটাই দেরি হয়। ফলস্বরূপ আগুনের এই বিশাল শিখা সামলানো সম্ভব হয়নি। গোটা বাংলো ভস্মীভূত হয়ে গিয়েছে।

দার্জিলিং শহর থেকে এই স্টিমার প্রায় ৭ কিলোমিটার দূর। ব্রিটিশরা সিংটামের চা বাগানের ম্যানেজারের বাংলোটি ১৯২০ সালে তৈরি করে। তবে বর্তমানে চা বাগানটি এখন বন্ধ। তবে পর্যটকদের আবাসস্থানের জন্য এই বাংলোটির প্রয়োজন হয়। রবিবার মাঝরাতে বাংলোটিতে আগুন লাগে এবং সেখানকার কর্মীরা দমকলে খবর যায় তবে রাস্তার অবস্থা বেহাল হওয়ায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়। তাই কিছু নিমেষের মধ্যেই বাংলোটি পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন কারণে বাংলোটিতে আগুন লেগেছে তা নিয়ে আলোচনা চলছে। 

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন রাত সাড়ে নটা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা হলং বাংলোয় আগুন লেগে যায়। সেই সময় পর্যটক কেউ ছিলেন। তাই হতাহতের কোনও খবর নেই। তবে পুড়ে ছাই হয়ে যায় শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী বাংলো। পর্যটকরা তো বটেই, এই ঘটনায় বনকর্মীরা বিষণ্ণ, হতাশ হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের দিন তিনেক পর ভস্মীভূত হলং বাংলো পরিদর্শনে গিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পুড়ে ছাই আরেক শতাব্দী প্রাচীন বাংলো। মনখারাপ সকলের।