জামিন পেলেন অনুব্রত

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জামিন মঞ্জুর করল অনুব্রতর।

জামিন পেলেন অনুব্রত

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, ২০ সেপ্টেম্বর: জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ২০২২ সালে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রতকে। সিবিআই মামলায় জামিনের পর শুক্রবার ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জামিন মঞ্জুর করল অনুব্রতর। প্রায় ২ বছর পর শনিবার তিহাড় জেল থেকে মুক্তি পেতে চলেছেন কেষ্ট। পুজোর আগেই বীরভূমে ফিরবেন অনুব্রত। ২০২২ সালে গরুপাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই সিবিআিয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এই মামলাতে ২০২৩ সালে গ্রেফতার হন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। সম্প্রতি সিবিআইয়ের করা মামলাটিতে সুপ্রিম কোর্ট থেকে অনুব্রত জামিন পেয়েছিলেন। কিন্তু ইডির মামলায় তাঁকে জেলে থাকতে হচ্ছিল। শুক্রবার সেই মামলাতেও জামিন মিলল। গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দল। এবার জামিন পাওয়ার পরই নতুন উত্তেজনা সঞ্চার করল দলের কর্মীদের মধ্যে।