ব্যোমেকেশের সজারুর কাঁটা

ব্যোমেকেশের সজারুর কাঁটা

কলকাতা: মনে আছে ব্যোমেকেশের সেই এপিসোডের কাহিনি? যেখানে হিরোর বুকের বামদিকে সজারুর কাঁটা বিদ্ধ হওয়ার পর ডাক্তারেরা জানান, তাঁর হৃদযন্ত্র রয়েছে বুকের ডান দিকে। ঠিক এমনই ঘটনা ঘটল এবার তিলোত্তমায়। সম্পূর্ন উল্টো দিকে থাকা হার্টের সফল অপারেশন করা হল প্রতিবেশী দেশের রোগিনীর শরীরে। কলকাতা শহরে সল্টলেকের বেসরকারি হাসপাতালে বাংলাদেশের এক রোগিনীর সফল হল বিরল বাইপাস সার্জারি। এই রোগিনীর হৃদযন্ত্র বাম দিকে নয়, রয়েছে ডানদিকে। চিকিৎসার পরিভাষায় এই ধরনের পরিস্থিতিকে বলা হয় ডেস্কটোকার্দিয়া। বিশ্বে প্রতি দশ লক্ষ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে দেখা যায় এইরূপ পরিস্থিতি।

একইসঙ্গে এই দুই বিপরীত ধর্মী পরিস্থিতি একই ব্যক্তির শরীরে থাকার ঘটনা বিশ্বে প্রতি ৪০ লক্ষ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে হয়। সল্টলেকের বেসরকারি হাসপাতালে গত বুধবার রাতে অস্ত্রোপচার হয় তাঁর। বাড়তি ঝুঁকি থাকে এই অস্ত্রোপচার করার ক্ষেত্রে। কারণ শরীরের হৃদযন্ত্র যেমন সঠিক জায়গায় নেই, তেমনই শরীরের অন্য অঙ্গগুলো তার উল্টোদিকে অবস্থান করায় অস্ত্রোপচারের ঝুঁকি বেশি। এই অপারেশনের অভিজ্ঞতা না থাকলে রোগী মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। তবে এইক্ষেত্রে এমনটা ঘটেনি। শেষ হাসি হাসেন ডাক্তাররা। অ্যানাসথেসিয়ার প্রভাব কাটিয়ে ৩ ঘন্টা পর জ্ঞান ফেরে রোগিনীর। পরীক্ষা করে দেখা যায় তাঁর অস্ত্রোপচার সফল এবং বর্তমানে সুস্থ আছেন তিনি।