যোগ্য চাকরিহারাদের পাশে মধ্যশিক্ষা পর্ষদ

যোগ্য চাকরিহারাদের পাশে মধ্যশিক্ষা পর্ষদ

কলকাতা হাই কোর্টের রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, জানালেন সভাপতি রামানুজ গাঙ্গুলী। পাশপাশি কলকাতা উচ্চ আদালতের রায়ে নিয়ে প্রশ্ন ও তুলেছেন পর্ষদ সভাপতি।  তিনি বলেন, কারা যোগ্যতায় স্বচ্ছ ভাবে চাকরি পেয়েছেন তা স্পষ্ট না করেই গোটা প্যানেল বাতিলের সিদ্ধান্তের সঙ্গে পর্ষদ সহমত নয়। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে জানান পর্ষদকে। মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দফতরে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানাল চাকরিহারাদের এক প্রতিনিধিদল। র্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং সচিব সুব্রত ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ এবং আর্জির কথা জানায় চাকরিচ্যুতদের সাত জনের প্রতিনিধিদল। প্রতিনিধি দলের তরফে জানানো হয়, এসএসসি কর্তৃপক্ষ তাঁদের নির্বাচন করলেও নিয়োগকর্তা যে হেতু মধ্যশিক্ষা পর্ষদ, সে কারণেই তাঁরা সেখানে আবেদন জানাতে গিয়েছেন।