শব্দবাজির প্রতিবাদ করতে গিয়ে বাঁশ-লাঠির ঘায়ে গুরুতর যখন এক যুবক!
যুবকের মা হৃদরোগে আক্রান্ত। এবং তার স্ত্রী ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়। তাই তিনি শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়েছিল। এবং তার ফলে আনন্দ পালিত রোডে ওই যুবককে বাঁশ-লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৪ নভেম্বর: যুবকের মা হৃদরোগে আক্রান্ত। এবং তার স্ত্রী ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়। তাই তিনি শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়েছিল। এবং তার ফলে আনন্দ পালিত রোডে ওই যুবককে বাঁশ-লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এন্টালি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখনো পর্যন্ত দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার এন্টালি থানার রোডে আনন্দ পালিত রোডের বাসিন্দা। যিনি যখন হয়েছে তার নাম সায়ন কুণ্ডু। তার মা খুকুমণি কুন্ডু হৃদরোগে আক্রান্ত। বাজির আওয়াজ ও ধোয়াতে তার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সায়ন্তাই শব্দবাজি পাঠানোতে বারণ করতে গিয়েছিলেন। এবং এইটা নিয়ে কয়েকটা যুবক তরকা তর্ক করতে শুরু করে। তারপরে অভিযোগ আসে যে, ১৫-২০ জন মিলে ওই যুবককের মাথা ইঁটু দিয়ে ফাটিয়ে দেন। এই ঘটনায় এন্টালি(Entally) থানায় অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। শুধু এইখানে নয়,আজাদগড়েও একই ঘটনা ঘটেছে।ঘটেছে একই কাণ্ড। আক্রান্ত সঞ্জয় ভট্টাচার্যর বাড়িতে কাকা অসুস্থ। X হ্যান্ডেলে কলকাতা পুলিশের ডিসি সাউথকে অভিযোগ জানিয়েছেন।
কালীপ্রতিমা বিসর্জনের সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লেকটাউনও। রবিবার গভীর রাতে দক্ষিণদাড়ির দেবীঘাটে প্রতিমা নিরঞ্জন চলছিল। সেই সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। সেই সময় মোতায়ন ছিল পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ। তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মারধর ও সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।