অনলাইনে প্রেম! সেই ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার যুবতী

কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের আলাপ হয়েছে। এবং সেই আলাপ সূত্রে তারা ঘনিষ্ট হতে থাকে। এবং তারা দুজন মিলে ঠিক করে কালীপুজোর সারারাত তারা ঠাকুর দেখবে। দেবী দর্শন করতে গিয়ে ঘটল দুর্ঘটনা।

অনলাইনে প্রেম! সেই ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার যুবতী

আজ এখন ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ৫নভেম্বর: কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের আলাপ হয়েছে। এবং সেই আলাপ সূত্রে তারা ঘনিষ্ট হতে থাকে। এবং তারা দুজন মিলে ঠিক করে কালীপুজোর সারারাত তারা ঠাকুর দেখবে। দেবী দর্শন করতে গিয়ে ঘটল দুর্ঘটনা। সোশ্যাল মিডিয়ার প্রেমিককে ভরসা করে ঠাকুর দেখতে বেরিয়েছিল ওই যুবতী। এবং ২২ বছরের ওই মেয়েটিকে গণধর্ষণের শিকার হতে হল। নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনকে গ্রেপ্তার করলেও বাকি দুজন অধরা। তবে পুলিশ এখনো তল্লাশি চালাচ্ছে।

গড়িয়ার ঢালুয়া এলাকায় এই ঘটনাটি ঘটে ১ লা নভেম্বর রাতে অর্থাৎ কালী পূজার পরের দিন তারা দুজনে মিলে ঠাকুর দেখতে বেরায়।  কালীপুজোর পরেরদিন, ১ নভেম্বর রাতে ভারচুয়াল 'প্রেমিকে'র সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। ওই যুবতী পূর্ব যাদবপুর থানা এলাকায় থাকত। তারা দুজনে ই গোড়িয়া স্টেশনে দেখা করেন। মেয়েটিকে ঠাকুর দেখাতে না নিয়ে গিয়ে একটা নির্জন বাড়িতে নিয়ে যায়। তরুণীকে পানীয় জলের সাথে মাদক মিশিয়ে খাইয়ে তাকে বেহুঁশ করে দেয়। সেখানে ঠান্ডা পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়। অভিযোগ, অচৈতন্য অবস্থায় যুবতীকে ধর্ষণ করে চারজন মিলে।

পরে ওই বাড়ি থেকে তরুণীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তিনি ছাড়া পেয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তাতেই গোটা ঘটনার বর্ণনা দিয়েছেন পূর্ব যাদবপুর এলাকার ওই বাসিন্দা। অভিযোগপত্রে তিনি জানান, তাঁকে প্রেমিকের বন্ধুরা মিলে ধর্ষণ করে। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রাজীব সর্দার ও রাকেশ নস্কর। বাকি দুজন এখনও পলাতক। সোশাল মিডিয়ায় আলাপের পর ভারচুয়াল 'প্রেমিকে'র উপর ভরসা করে বেরনো যে কতটা বিপজ্জনক, এই ঘটনা ফের তা প্রমাণ করে দিল।